বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও অভিনেতা অভিষেক বচ্চনের ডিভোর্সের খবর নিয়ে বেশ কিছুদিন সরগরম ছিল নেটদুনিয়া। সেই সময়ে এ তারকাদম্পতি কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ধীরে ধীরে নানাভাবে বুঝিয়ে দিয়েছেন— বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু ঐশ্বরিয়া তাহলে কেন তার মায়ের কাছে গিয়ে থাকেন? নেটিজেনরা প্রশ্ন তুলছেন বারবার। এবার সেই উত্তর দিলেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের মা ভিরান্দা রাইয়ের প্রতিবেশী পরিচালক প্রহ্লাদ কক্কড়। বচ্চনদের বাড়ি ছেড়ে ঐশ্বরিয়া কেন তার মায়ের কাছে থাকেন, সে বিষয়ে এবার কথা বলেছেন পরিচালক প্রহ্লাদ কক্কড়।
প্রহ্লাদ বলেন, ‘বিচ্ছেদের যে খবর উঠেছে বিভিন্ন সময়ে, তা মিথ্যা। ঐশ্বরিয়া এখনো বচ্চন পরিবারের পুত্রবধূ।
তিনি নিজের মায়ের কাছে যেতেন বা থাকেন অন্য কারণে। ঐশ্বরিয়ার মা বেশ অসুস্থ। ঐশ্বরিয়া তার মায়ের ব্যাপারে যথেষ্ট সচেতন। তাকে দেখাশোনা করতে হয়।’
ঐশ্বিরয়ার মায়ের প্রতিবেশী হলেন প্রহ্লাদ কক্কড়। তিনি বলেছেন, আগে মেয়ে আরাধিয়া বচ্চনকে স্কুলে দিয়ে মায়ের বাড়িতে চলে আসতেন ঐশ্বরিয়া। তারপর ছুটির সময়ে ফের মেয়েকে স্কুল থেকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরতেন।
প্রহ্লাদ বলেন, ‘মায়ের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভালো। তাই মায়ের অসুস্থতায় খেয়াল রাখায় যাতে কোনও গাফিলতি না হয়, সেই দিকে সতর্ক থাকেন তিনি।’
শোনা যায়, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার।
বলিউডের ছবিতে সিডনি সুইনিকে প্রস্তাব, পারিশ্রমিক ৬৫০ কোটি টাকা!
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ পরিচালক বলেন, ‘তাতে কী বা হয়েছে! ঐশ্বরিয়া এখনও বচ্চন পরিবারের বউ। এখনও তার সংসার ওটা। আমি জানি বিবাহবিচ্ছেদের খবর মিথ্যা।
‘মাঝেমধ্যে অভিষেকও আসেন ওর মাকে দেখতে। বিচ্ছেদ হলে, তিনি কি আসতেন? এই জন্যই ওই সব গুজবে কোনো পাত্তা দিইনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।