বিনোদন ডেস্ক : ১৬ বছরের বেশি সময় ধরে সুখে সংসার করছেন বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বিরিয়া রাই ও অভিষেক বচ্চন। তাদের ১২ বছর বয়সী এক মেয়েও রয়েছে, নাম আরাধ্য। ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক-ঐশ্বরিয়া। হাইপ্রোফাইল সেই বিয়েতে নিষিদ্ধ ছিল সংবাদমাধ্যম। তাই বিয়ের তেমন কিছুই প্রকাশ পায়নি। ফলে এই বিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে।
বিয়ের আগে কয়েক মাস থেকে পরের কয়েক মাস, অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে ঘিরে জল্পনা ছিল অনেক বেশি। ছিল রটনাও। শোনা যায়, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বরিয়ার! সত্যি কি তাই? বিয়ের বছর খানেক পরে অবশ্য নিজেই এই গুঞ্জনের জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
২০০৮ সালে এক সাক্ষাৎকারে রীতিমতো বিরক্তি প্রকাশ করে ঐশ্বরিয়া জানান, বিদেশে গিয়েও এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে। লোকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি কি অভিশপ্ত?’ সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, এ রকম গুজব যে রটতে পারে, তার কি কোনো ধারণা ছিল? ঐশ্বরিয়া বলেছিলেন, ‘কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু তাই বলে এতটা নয়।’
গাছের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। আমার মনে হয়, এতটা করার কোনো প্রয়োজন ছিল না। ওই একটা গুজবের জন্য যত কাগজের কালি খরচ হয়েছে, টিভি শোয়ে যত বিতর্ক হয়েছিল, তার কোনো প্রয়োজন ছিল না।’
নায়িকা বলেন, ‘পরিবার হিসাবে আমরা খুব নিবিড়। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই দিন-রাত জনসমক্ষে থাকি। তার পরও এই ঘটনা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে মুখ খুলিনি। বরং সেই দায়িত্ব দিয়েছিলাম পরিবারের প্রধান, বাবাকে (অমিতাভ বচ্চন)। বাবাই সংবাদমাধ্যমকে জবাবটি দিয়েছিলেন।’
কী বলেছিলেন ঐশ্বরিয়ার শ্বশুর তথা অভিষেক বচ্চনের বাবা অমিতাভ বচ্চন? গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের অভিযোগ উড়িয়ে বিগ-বি জানান, এসব কুসংস্কারে তার পরিবার বিশ্বাস করে না। এমনকি, ঐশ্বরিয়ার জন্মকুণ্ডলীও তাদের তরফ থেকে চাওয়া হয়নি।’
অমিতাভের প্রশ্ন, ‘যে গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ে হয়েছিল, সেটা কোথায়? দয়া করে আমাকে দেখাবেন।’ তিনি বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে একমাত্র আমার ছেলেরই বিয়ে হয়েছে। আর অভিষেক নিশ্চয়ই গাছ নয়।’
বেডরুমের খোলামেলা দৃশ্য দেখতে জানালা দিয়ে উঁকি, নেট দুনিয়া কাঁপাচ্ছে এই ওয়েব সিরিজ
অর্থাৎ অমিতাভ বচ্চনের কথায় এটা পরিষ্কার হয়ে যায় যে, গাছের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের বিষয়টি ছিল নিছক গুজব। কিন্তু বিগ-বির এ কথার পরও নানা সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। বলিউডে এখনো বিষয়টি নিয়ে চর্চা হয়। যদিও বচ্চন পরিবার সেসবে কান দেয় না মোটেই।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.