বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়ার রায়ের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্ক ভাঙনের গুঞ্জন চলছে মিডিয়া পাড়ায়। তারকা এ দম্পতিকে নিয়ে সম্প্রতি নানা জল্পনাও বেড়েছে। তবে এরই মাঝে পাকিস্তান দলের বিশ্বকাপ ব্যর্থতার প্রসঙ্গে টেনে উদাহরণ হিসেবে ঐশ্বরিয়াকে বিয়ের কথা বলেছেন দেশটির সাবেক ক্রিকেটার আব্দুল রজ্জাক! পাকিস্তানি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের পর এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এই মন্তব্যকে অনেকেই ভালো ভাবে নেয়নি।
এই ঘটনার পর বিপাকে আব্দুল রজ্জাকও। পাকিস্তানের সাধারণ মানুষ তো বটেই, তার এক সময়ের সতীর্থরাও তার বিরুদ্ধে কথা বলেছেন। এই বিতর্কের মাঝে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি।
দেশটির যে টেলিভিশন চ্যানেলে ঐশ্বরিয়াকে নিয়ে আব্দুল রজ্জাক মন্তব্য করেছিলেন সেই চ্যানেলেই ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘আগের দিন আমরা ক্রিকেট ও কোচিং নিয়ে কথা বলছিলাম। সেই সময় ভুল করে আমি ঐশ্বরিয়া রায়ের নাম নিয়ে ফেলি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। পুরোটাই ভুল করে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে তার (ঐশ্বরিয়ার) কাছে ক্ষমা চাইছি। কারো ভাবাবেগে আঘাত করার কোনো ইচ্ছা আমার ছিল না।’
এর আগে ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বিদায়ের পরে আব্দুল রজ্জাক বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদিচ্ছার কথা বলছি। যখন আমি খেলতাম তখন আমার অধিনায়ক ইউনিস খানের উপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম ও পাকিস্তানকে জেতাতে চায়। সেই কারণে আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলতাম। অনেক সময় আমরা জিতেছি। এখন সেই ইচ্ছাটাই চলে গিয়েছে সবার।’
ঐশ্বরিয়াকে এরপর উদাহরণ হিসাবে টেনে আনেন সাবেক অলরাউন্ডার। তিনি বলেন, ‘যদি আমি বলি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
ডানহাতি এই তারকার কথা শুনে সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা হেসে ওঠেন। তার পাশে বসা শহীদ আফ্রিদি ও উমর গুলও হাসি ধরে রাখতে পারেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক পাকিস্তান ক্রিকেটারের সমালোচনা করেছেন অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।