ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে সম্বোধন, অনুশোচনায় ইমরান হাশমি

Emraan Hashmi

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনার জন্য অভিনেতা ইমরান হাশমির আজও অনুশোচনা হয়। এমনকি প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি। মূলত ২০১৪ সালে ‘কফি উইথ করণ’ শোয়ে ইমরানের এক মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। করণ জোহরের শোয়ে ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

Emraan Hashmi

এই মন্তব্যের জন্য বিভিন্ন সময় সমালোচিত হতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার সত্যিই অনুশোচনা হয়। আমি একাধিকবার বলেছি, যাদের নিয়ে কথা বলেছিলাম তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা করি। আমার অনুশোচনা হয় যে সেই মন্তব্য মোটেই রুচিশীল ছিল না। ইমরানের মতে, আজকের যুগে ছোটখাটো বিষয় নিয়ে মানুষ রেগে যায়। তিনি বলেন, আজকাল মানুষ আরও বেশি সংবেদনশীল হয়ে পড়েছে।

জীবনে সুখী হতে হলে ৫টি বিষয় অনস্বীকার্য

সমাজমাধ্যমে বিভিন্ন বিষয়ে মানুষ রেগে যায়। সেই অনুষ্ঠানে (কফি উইথ করণ) আমরা একটি খেলা খেলছিলাম। মজার ছলে কথাটা বলেছিলাম। ভেবেছিলাম, মানুষও মজা হিসেবেই নেবে। এমন আরও অনেক খেলা ছিল সেই অনুষ্ঠানে। তখন মানুষ এত সংবেদনশীল ছিল না। তবে যদি ঐশ্বরিয়ার খারাপ লেগে থাকে, আমি অবশ্যই ক্ষমা চাইব।