অভিষেক প্রথম স্বামী নয়, প্রথমে যাকে বিয়ে করেন ঐশ্বর্য রায়

ঐশ্বর্য রায়

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে ঐশ্বর্য রায় ও অভিষেক বচ্চনের খুবই ধুমধাম করে বিয়ে হয়েছিল, এই বিয়েতে অনেক সুপারস্টাররা উপস্থিত ছিলেন। সম্প্রতি তাদের দুজনের বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের খবর শোনা যাচ্ছে। তবে এর মধ্যে যে ঘটনাটি সামনে এসেছে তা অবাক করার মতো। জানা গেছে ঐশ্বর্য রায়ের প্রথম স্বামী অভিষেক নন, প্রথমে কাকে বিয়ে করেন জানলে অবাক হবেন?

ঐশ্বর্য রায়

অভিষেক-ঐশ্বর্য এর বিয়ে রূপকথার গল্পের থেকে কম নয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। যদিও এই বিশ্ব সুন্দরী নায়িকা বিয়ের আগে একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। এদিকে তার স্বামী অভিষেকেরও অনেক নায়িকার সাথে প্রনয়ের সম্পর্ক ছিল। শেষমেষ এই জুটি সম্পর্কে আসেন এবং বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর ২০০৭ সালে বচ্চন পরিবারের পুত্রবধূ হয়ে ওঠেন তিনি।

কিন্তু অভিষেক বচ্চন ঐশ্বর্যের প্রথম স্বামী নন, এমনই এক গুঞ্জন রয়েছে বলিপাড়ায়। অনেকেই হয়তো ভাববেন ঐশ্বর্য রাই লুকিয়ে তার প্রাক্তন কোন প্রেমিককে বিয়ে করেছিলেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। যদিও এই কথাটার হবু শ্বশুর বাড়ির কাছে লুকিয়ে রাখেন নি ঐশ্বর্য রাই। এবার এতদিনে ফাঁস হল সেই আসল সত্যিটা।

জানা যায়, অভিষেককে বিয়ে করার আগে ঐশ্বর্য নাকি একবার গাছকে বিয়ে করেছিলেন। আসলে ঐশ্বর্যের মাঙ্গলিক দোষ ছিল। এ কথা জানার পর বচন পরিবারের তরফে ঐশ্বর্যকে একটি গাছের সাথে বিয়ের পরামর্শ দেওয়া হয়। বচ্চন পরিবার আজও এই কুসংস্কার বিশ্বাস করেন। তাদের এই বিশ্বাসের মর্যাদা দিতেই ঐশ্বর্যকে একটি গাছকে বিয়ে করতে হয়।

আইপিএলে লিটনের অভিষেক, প্রথম বলেই চার মারলেন

বারাণসীতে গাছের সাথে তার বিয়ের আয়োজন করা হয়েছিল, যাতে ঐশ্বর্যের সমস্ত অমঙ্গল ও খারাপ দোষগুলি কেটে যায়। গাছকে বিয়ে করার এক বছর পর অভিষেকের সাথে বিয়ে হয়। এইসব বিষয়ে কখনো খোলাখুলি ভাবে মুখ খোলেননি এই নায়িকা। যদিও তাকে এই প্রশ্নের মুখে বহুবার পড়তে হয়েছিল। তবে তিনি এই সমস্ত কুসংস্কার মানেন না, অভিষেককেই তার প্রথম স্বামী বলে মনে করেন।