জুমবাংলা ডেস্ক : ভারত-বাংলাদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি দিল্লি যাচ্ছে। সেখানে আগামীকাল শুক্রবার দুদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সফরে জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে দিল্লিতে ৯০টি দেশের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্র সচিব। এতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় নির্বাচন, বিশেষ করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্বন্ধে জানানো হবে।
এদিকে দিল্লির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা-দিল্লি এফওসিতে অংশ নিতে এরই মধ্যে ভারতে গেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।