জুমবাংলা ডেস্ক : পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দৃশ্যমান হওয়া নিয়ে নক্ষত্র এবং মহাকাশবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দ্বিতীয় চাঁদ দেখার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকেই দৃশ্যমান হচ্ছে এই দ্বিতীয় চাঁদ। এটি মূলত একটি গ্রহাণু। দ্বিতীয় চাঁদটি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আকাশে অবস্থান করবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে। “২০২৪ পিটি৫” নামের এই গ্রহাণুকে “মিনি মুন” হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা।
পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাধারণ মানুষ খালি চোখে বা সাধারণ টেলিস্কোপ দিয়ে চাঁদটি দেখতে পারবেন না। এজন্য ব্যবহার করতে হবে মহাকাশ গবেষণায় ব্যবহৃত টেলিস্কোপ। দ্বিতীয় এই চাঁদটি এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে পৃথিবীর কোনো জায়গা থেকে দেখা যাবে না। এছাড়া এই গ্রহাণুটির উজ্জ্বলতাও কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।