জুমবাংলা ডেস্ক : ঈদের দিন (৩ মে) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও ঢাকার আশেপাশের কিছু এলাকায় গ্যাসের সংকট থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে রাত ১০টা হতে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ও ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সঞ্চালন কোম্পানি জিটিসিএল-এর এক কর্মকর্তা জানান, আমরা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছি। ৫ মে রাত ১০টার পর গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।