নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আগে নির্বাচনি প্রচারণা বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকে শুরু হবে।

তিনি বলেন, প্রার্থীরা বুধবার মধ্যরাত থেকে আগামী ১০ ফেব্রুয়ারি ভোর ৭:৩০ পর্যন্ত তাদের নির্বাচনি কার্যক্রম চালাতে পারবেন।
এ তথ্য তিনি জানান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে। সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন এবং নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সচিব আখতার আহমেদ আরও জানান, নির্বাচনে প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রচারণা চালাবেন, যাতে ভোটপ্রক্রিয়া স্বচ্ছ ও কার্যকর হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


