জুমবাংলা ডেস্ক : ‘কে নিবি ফুল, কে নিবি ফুল/ টগর যূথী বেলা মালতী চাঁপা গোলাপ বকুল/ নার্গিস ইরানী গুল…এ ফুল ঝামেলা, চামেলী পারুল’। এভাবেই কাজী নজরুল ফুলের সুবাস ছড়িয়ে দিয়েছেন। সেই সাথে তার গান-কবিতায় ফুলের ছলেই দুলেছে প্রেম অভিমান। কবির কথায়, ‘বেল ফুল এনে দাও চাইনা বকুল/ চাই না হেনা আনো আমের মুকুল/ গোলাপ রঙ গরবী, এনে দাও করবী/ চাইতে যূথী আনো টগর কি ভুল/ কি হবে কেয়া দেয়া নেই গগনে/ আনো সন্ধ্যামালতী গোধূলি লগনে/ গিরি মল্লিকা কই? চামেলী পেয়েছ সই? চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল।’
ঠিক সেভাবেই ফুলেই দোলে জনম জনমের প্রেম অভিমান, কখনো আবার বিরহ বিচ্ছেদ। ফুল না দিলে যেমন রাগ বাড়ে, তেমন ফুলেই বাড়ে অনুরাগ। তাই প্রিয় মানুষকে কাছে টানতে কিংবা প্রিয় মানুষের সাথে সৌহার্দ্য বাড়াতে ফুলের বিকল্প খুঁজে পাওয়া দায়।
এছাড়া ফুলের আছে আরও গুণ। ফুলেই কমে মানসিক চাপ ও দুশ্চিন্তা। ফুলের সুগন্ধ আর সৌন্দর্যে মানব দেহে হ্যাপি-হরমোনের নিঃসরণ ঘটায়।
ঢাবিতে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হেইট থ্রু’ কর্মসূচি পালন
আজ ৪ জানুয়ারি। আজ প্রিয় মানুষকে ঝুড়ি ভর্তি ফুল উপহার দেওয়ার দিন। যাকে ইংলিশে বলে ফ্রি ফ্লাওয়ার বাস্কেট ডে। খ্রিস্টীয় বছরের শুরুতে এই দিবসটির প্রচলন করার অন্যতম কারণ প্রিয় মানুষটির সারা বছর যেনো হয় প্রফুল্লতায় ভরা ও আনন্দময়। তবে এই দিবন কবে থেকে পালন করা হচ্ছে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।