ধর্ম ডেস্ক : হিন্দুধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এর আয়োজন করা হয়। আজ শুক্রবার থেকে খুলনায় শুরু হবে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। বিকেল ৩টায় গোলকমনি শিশু পার্ক ও সকাল ৯টায় আর্য্য ধর্মসভায় উদ্বোধন করা হবে। সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও ইস্কন-এর আয়োজন করেছে এবং সার্বিক পরিচালনায় রয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর ও জেলা শাখা।
প্রধান অতিথি থাকবেন কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান ও খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভাপতিত্ব করবেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার। অনুষ্ঠান পরিচালনা করবেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু।
বক্তৃতা করবেন জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত, সত্যনারায়ণ মন্দিরের সেবায়েত গোপী কিষাণ মুন্ধাড়া ও মহেশ আগরওয়ালাসহ নেতৃবৃন্দ। রথযাত্রা উৎসব উপলক্ষে বাজার কালিবাড়ি মন্দিরের পক্ষ থেকে সকাল ৮টায় হোমযজ্ঞ, পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উজ্জ্বল ব্যানার্জী জানিয়েছেন। সেখান থেকে বিকেলে গোলকমনি শিশু পার্কে যাত্রা করবেন। উল্টোরথ টানা হবে ১৫ জুলাই শুক্রবার বিকেল ৩টা থেকে জোড়াগেট প্রেম কানন থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।