ভারতের রাজস্থানে ভয়াবহ বাস আগুনে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের জয়সালমির থেকে যোধপুরগামী একটি বেসরকারি বাসে ৫৭ জন যাত্রী ছিলেন। পথে হঠাৎ বাসের পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। চালক দ্রুত বাস থামিয়ে দেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। কয়েকজনের শরীরের ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে বলে এনডিটিভি জানিয়েছে।
ঘটনার পর এখনো রাজস্থান পুলিশ কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (টুইটার)–এ পোস্ট করে বলেন, ‘জয়সালমিরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই।’
মোদি আরও জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি (প্রায় ২,২৫০ ডলার) এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।
সূত্র:রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।