বিনোদন ডেস্ক : দেশের জাতীয় দৈনিক, চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালের সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালস্টিস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি বরাবরের মত এবারও আয়োজন করতে যাচ্ছে সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড। এবারের টাইটেল স্পন্সর কিউকম।
অফিসিয়াল ব্রডকাস্টার গ্লোবাল টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন মো. হারুনুর রশীদ, চেয়ারম্যান গ্লোবাল টেলিভিশন। এটি সিজেএফবির ২১তম আসর।
আগামী ১৭ ফেব্রুয়ারী, শুক্রবার ২০২৩, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম’এ বর্ণাঢ্য আয়োজনে এবারও সংগীত, চলচ্চিত্র, টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকাদের হাতে তুলে দেয়া হবে সম্মানজনক এই সম্মাননা। প্রতিবছর সিজেএফবি আসরে দেশ বরেণ্য একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শিল্প-সাংস্কৃতি বিকাশে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়।
টেলিভিশন এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সিজেএফবি জুরিবোর্ড এবার তারিক আনাম খানকে আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ২০ বছরে সিজেএফবি আজীবন সম্মাননা পেয়েছেন রুনা লায়লা, শাহনাজ রহমত উল্লাহ, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, গাজী মাজহারুল আনোয়ার, আলম খান, আজম খান, আতিকুল হক চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, সুবর্ণা মুস্তাফা, জুয়েল আইচ, সিনিয়র সাংবাদিক গোলাম সারওয়ার, জনপ্রিয় লেখক নাট্যকার, পরিচালক হুমায়ুন আহমেদ, কবরী, সুচন্দা, শবনম।
ব্যারিস্টার সুমনের সঙ্গে কাজ শুরু করেছেন মডেল পিয়া জান্নাতুল
সর্বশেষ সিজেএফবির ২০তম আসরে আজীবন সম্মাননা দেয়া হয় সংগীতশিল্পী রফিকুল আলমকে। আর এবার ২১তম আসরে এই সম্মানে ভূষিত হতে যাচ্ছেন তারিক আনাম খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।