জুমবাংলা ডেস্ক : চৈত্রের প্রচণ্ড দাবদাহে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রতিটি মানুষ, চারদিকে যেন একটাই প্রহর—স্বস্তির বৃষ্টির অপেক্ষা। ঠিক এমন সময় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ, যা ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এরই প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
বুধবার (৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে এরই মধ্যে দেশের চারটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বুধবার সকাল ৬টায় এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। আগামী ১২ ঘণ্টায় এটি আরও উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এই লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।
কোথায় কখন বৃষ্টি?
- বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিনভর তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও এদিন বজায় থাকতে পারে।
- শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
- শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
- রোববার ও সোমবার (১৩-১৪ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই দু’দিন দেশের রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
সর্বশেষ বৃষ্টিপাতের তথ্য
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়াও পটুয়াখালী ও সাতক্ষীরায় সামান্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম
এই ভারসাম্যপূর্ণ পূর্বাভাস থেকে বোঝা যাচ্ছে, চৈত্রের খরতাপে কিছুটা স্বস্তি এনে দিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ। তবে সাথে থাকতে হবে সতর্কতাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।