অজয়কে বিয়ে করলেও এখনো কাজলের প্রথম প্রেম এই অভিনেতা

অজয়

বিনোদন ডেস্ক : নব্বই দশক থেকে আজ পর্যন্ত একইরকমভাবে জনপ্রিয় হয়ে আছেন বলিউড কুইন কাজল। তবে বর্তমানে কাজল খুব একটা অভিনয় করেননা। বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকাদের মধ্যে অন্যতম হলেন তিনি।

অজয়

সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী বেশ অ্যাক্টিভ। তাঁর ফলোয়ার সংখ্যাও প্রচুর। একসময়ে দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। শাহরুখ কাজল জুটি ছিল ফেমাস।

তবে আমির, অজয়, সইফ আলী খান প্রত্যেকের সাথে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। বরাবরই বেছে বেছে সিনেমা করেন কাজল। বছরে একসঙ্গে অসংখ্য ছবির কাজ করতে রাজি নন তিনি। কাজল তাঁর কর্মজীবনে ৬টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।

আরো পড়ুন: আদৌ কি ভবিষ্যতে দীপিকা-রণবীরের দাম্পত্য জী’ব’ন সুখের হ’বে? না’কি হবে বি’চ্ছে’দ?

১৯৯২ সালে মা তনুজার সঙ্গে ‘বেখুদি’ ছবি দিয়ে অভিনয় জগতে পা রাখেন কাজল। অভিনয় ছাড়াও কাজল নানান সামাজিক কাজকর্মও করেন। বিধবা নারী এবং শিশুদের নিয়ে কাজ করায় তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।

বলিউডের অন্যতম সুখী দম্পতি বলতে মনে আসে অজয় দেবগন ও কাজলের নাম। দুই সন্তান নিয়ে তাদের ভরপুর সংসার। বলিউডে বারংবার বিচ্ছেদের খবর শোনা গেলেও তারা একে অপরের সঙ্গে ভালোবাসার বন্ধনে যুক্ত। তাদের ভালোবাসা আগের মতোই অটুট। কিন্তু একবার কাজলের ঘনিষ্ঠ করণ জোহারের মন্তব্যে শোনা গেল কাজলের অজানা এক কাহিনী।

একবার কপিল শর্মা শোয়ের অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল এবং করণ জোহার। আর সেখানেই করণ মন্তব্য করে বসেন যে নায়িকার জীবনে অজয় আসার আগেও নাকি তাঁর অন্য এক নায়কের প্রতি ভালোবাসা জন্মেছিল।

বলা যেতে পারে তিনি ছিলেন নায়িকার ক্রাশ। যদিও কাজলের মুখে এ প্রসঙ্গে কখনও কিছু শোনা যায় নি। করণ জোহারের কথায়, “১৯৯১-এ মুক্তি ঋষি কাপুর অভিনীত ‘হেনা’-র প্রিমিয়ার পার্টিতে অক্ষয় কুমারের সাথে কাজলের আলাপ হয়েছিল।

আর সেই পার্টিতে কাজল সারাক্ষণ অক্ষয় কুমারকেই খুঁজছিলেন। সেই সময় অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে আমার আলাপ হয়। হ্যাঁ সেই পার্টিতে অক্ষয়কে আর কাজল খুঁজে পায়নি ঠিকই তবে বন্ধু হিসাবে আমরা একে অপরকে খুঁজে পেয়েছিলাম।”

মশার কামড়ে চুলকানি এড়াতে যা করবেন

যদিও করণের কথায় কাজলের চোখে মুখে সে রকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তিনি শুধুই হেসেছিলেন। এ প্রসঙ্গে বলিউড মহলের অনেকেই মন্তব্য করেছেন, কাজলের মত খুব কম নায়িকাই আছেন। আর তিনি যে অজয়ের প্রতিই কমিটেড একথাই তিনি বারে বারে বুঝিয়ে দিতে চান।