বিনোদন ডেস্ক : অজয় দেবগণের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সুখের সংসার। তবে কাজল প্রথম জীবনে অন্য এক তারকার প্রেমে পাগল ছিলেন। তাঁর নাম জানিয়ে দিলেন করণ জোহর।
অজয় দেবগণ ও কাজলের সুখের সংসারে কি আগুন লাগিয়ে দিলেন করণ জোহর? অজয় ও কাজল এমন ২ তারকা দম্পতি যাঁদের নিয়ে বিশেষ চর্চা হয়না, কানাঘুষোও হয়না। তেমন রসাল খবর অজয় বা কাজল কাউকে নিয়েই কখনও সেই অর্থে পাওয়া যায়নি।
বরং প্রচারের ঝলমলে আলোর গণ্ডি থেকে কিছুটা হলেও নিজেদের দূরত্বে রাখতে পছন্দ করেন ২ তারকা। তবে এবার হাটের মাঝে এমন এক হাঁড়ি পরিচালক করণ জোহর ভাঙলেন যা হয়তো কাজলকে চর্চায় আনতেই পারে।
ঝলক দিখলা জা নামে একটি টিভি শো-এ এসেছিলেন করণ জোহর। সেখানে সঞ্চালক হিসাবে থাকা মণীশ পল কেজো বা করণ জোহরকে জিজ্ঞেস করেন স্বামী অভিনেতা অজয় দেবগণ ছাড়াও কাজলের আর কারও প্রতি দুর্বলতা ছিল কিনা?
যার উত্তরে করণ জোহর ফাঁস করে দেন যে কাজলের বলিউডের খিলাড়ি তারকা অক্ষয় কুমারের প্রতি দুর্বলতা ছিল। অক্ষয় কুমারের প্রেমে পাগল ছিলেন কাজল।
যদিও নামটা মুখে না বলে একটি স্লেটে লিখে দেন করণ। যা দেখে হাসতে শুরু করেন কাজল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলও।
করণ জোহরের এই হাটে হাঁড়ি ভাঙার পর মণীশ কাজলকে জিজ্ঞেস করেন অজয় দেবগণ ব্যাপারটা জানেন কিনা। যার উত্তরে হাসিতে ফেটে পড়েন কাজল। নাচের এই রিয়েলিটি শো-তে অন্যতম বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মাধুরী দীক্ষিতও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।