বলিউড সিনেমার জনপ্রিয় তারকা অজয় দেবগন ও কাজল। তাদের রুপালি জগতের রসায়নও বাস্তব জীবনে গড়িয়েছে। ভালোবেসে ঘর বেঁধেছেন তারা। দাম্পত্য জীবনে ২৬ বছর পার করছেন এই যুগল। তাদের সংসার আলো করে জন্ম নিয়েছেন একটি কন্যা ও একটি পুত্রসন্তান।
দাম্পত্য জীবনের বয়সের সঙ্গে অজয়-কাজলের বয়সও বেড়েছে। ৫৬ বছরের অজয়ের চেয়ে ৬ বছরের ছোট কাজল। দীর্ঘ সময় এক ছাদের নিচে বসবাস করা মোটেও সহজ ব্যাপার নয়। অজয়ের সঙ্গে দাম্পত্য জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, স্বামী হিসেবে অজয় কেমন? জবাবে কাজল বলেন, “স্বামী হিসেবে অজয়ের মেজাজ পঞ্চাশে পঞ্চাশ। আমাদের দু’জনের মাথাই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়।”
ঝগড়া হলে কে মিটমাট করেন? উত্তরে কাজল বলেন, “যদি ঝগড়া হয়, তাহলে কে মিটমাট করবে, তা নির্ভর করে শেষ পর্যন্ত তর্কে কে জিতেছে তার উপর। আমরা আমাদের ঝগড়ার রেকর্ড বজায় রাখারও চেষ্টা করি না। তাই, সবকিছু নির্ভর করে ঝগড়া শেষে পুরো বিষয়টা কে কতটা মনে রাখছে তার উপর।”
১৯৯২ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কাজলের। তখন তার বয়স মাত্র সতেরো। ১৯৯৯ সালে কাজল যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে তখন অজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কাজলের বিয়ের সিদ্ধান্তে অনেকে তখন অবাক হয়েছিলেন। এমনকি অজয়-কাজলের বিয়ে হোক এটিও নাকি তখন কেউ চায়নি। ২০০৩ সালের ২০ এপ্রিল এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা নিসা। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম হয় পুত্র যুগের।
গুন্ডারাজ (১৯৯৫), ইশক (১৯৯৫), পেয়ার তো হোনা হি থা (১৯৯৮), দিল কিয়া কারে (১৯৯৯), রাজু চাচা (২০০০), ইউ মি অর হাম (২০০৮), তুনপুর কা সুপারহিরো (২০১০) ইত্যাদি সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অজয়-কাজল।
কাজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা’। মিথলজিক্যাল হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া। গত ২৭ জুন ভারতের দেড় হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।