অজয়কে সালমানের অনুরোধ

অজয়কে সালমানের অনুরোধ

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অজয় দেবগন। তার পরবর্তী সিনেমা ‘রানওয়ে ৩৪’। পরিচালনা-প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন তিনি। মঙ্গলবার (১৫ মার্চ) সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। থ্রিলার ঘরানার এ সিনেমার টিজার দেখে প্রশংসা করছেন অজয় ভক্তরা।

অজয়কে সালমানের অনুরোধ

টিজারটি নজর এড়ায়নি সালমান খানের। এক টুইটে টিজারটি শেয়ার করে অজয় দেবগনের কাছে অনুরোধ করেছেন বলিউডের এই মোস্ট এলিজেবল ব্যাচেলর। টুইটে সালমান খান লিখেন—‘‘ঈদে আমার কোনো সিনেমা প্রস্তুত নেই। অজয় দেবগনের কাছে অনুরোধ করছি, ঈদি দেওয়ার জন্য তুমি ঈদে আসো। চলো এই ঈদ আমরা সবাই উদযাপন করি আর ‘রানওয়ে ৩৪’ দেখি।’’

YouTube video player

হাই অকটেন থ্রিলার-ড্রামা ঘরানার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ক্যাপ্টেন বিক্রান্ত সিংয়ের গল্প নিয়ে গড়ে উঠেছে কাহিনি। এতে বিক্রান্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অজয়। এছাড়াও অভিনয় করেছেন—অমিতাভ বচ্চন, রাকুল প্রীত সিং, বোমান ইরানি, আকাঙ্ক্ষা সিং প্রমুখ।

২০২০ সালের ডিসেম্বরে হায়দরাবাদে সিনেমাটির শুটিং শুরু হয়। গত বছরের ১৭ ডিসেম্বর দৃশ্যধারণের কাজ শেষ হয়। চলতি বছরের ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।