Advertisement
জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে একটি বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার হয়েছে। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খাগড়াঘাট গ্রামের মহিউদ্দীন সরদারের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
মহিউদ্দীনের ভাতিজা জান্নাতুল নাঈম জানান, বাড়িতে সাপ রয়েছে, এরকম ধারণা ছিল আমাদের। তবে এতোগুলো ছিল, জানা ছিল না। আজ সকাল থেকে বাড়ির ভেতরে একটি প্রাচীর ভাঙতে গিয়ে প্রথমে একটি বাচ্চা সাপ দেখা যায়। এসময় সেটিকে মেরে ফেললে সাপের অনেকগুলো ডিম নজরে পড়ে। এরপর সাপুড়েকে খবর দেয়া হয়।
তিনি আরও জানান, সাপুড়ে এসে প্রাচীরের ভেতর সাপের বাসার সন্ধান পান। সেখান থেকে তিনি ৪২টি সাপের বাচ্চা ও দুটি বড় সাপ উদ্ধার করেন। একটি বাচ্চা মারা যায়। মোট ৪৫টি সাপ উদ্ধার হয়েছে বলে জানান তিনি।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel