জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সাম্প্রদায়িক উগ্রতা সৃষ্টি ও রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বিতর্কিত বহিষ্কৃত নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের পর এক মরণ খেলায় নামে তার অনুসারীরা। আদালত চত্তরে এক সরকারি আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। এবার সেই ঘটনার মূল হত্যা গ্রেফতারের পর জানা গেল ভয়ঙ্কর সব চাঞ্চল্যকর তথ্য। যা শুনলে রীতিমতো গা শিউরে উঠবে সবার।
সবশেষ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় চন্দন দাস নামে মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি সেবক কলোনির বাসিন্দা। গতকাল বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে রেলস্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চন্দন তার নিজ জবানিতে বলেন, আন্দোলনের সময় কেউ একজন এক বোতল মদ দিয়ে তাকে হত্যা করতে বলে। সে অনুযায়ী কাজ করে আইনজীবী আলিফকে হত্যা করেন চন্দন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।