বিনোদন ডেস্ক : শোবিজের এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। গান থেকে টিভি পর্দা- একসঙ্গে বহু কাজ করেছেন এই জুটি। তবে ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। বিচ্ছেদ হলেও তাহসান-মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট রয়েছে। তার প্রমাণ মিলল আরও একবার।
বিচ্ছেদের পর এই প্রথম এক ছাদের নিচে হাজির হলেন তাহসান ও মিথিলা। চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’র ট্রেলার প্রকাশ উপলক্ষে গতকাল মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেছে তাদের। ঢাকার একটি স্বনামধন্য ক্লাবে জমকালো সেই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মিম মানতাসা, নাজিয়া হক অর্ষাসহ একঝাঁক তারকা।
সংবাদ সম্মেলনে ট্রেলার উন্মোচনের পাশাপাশি জানানো হয় এর বিস্তারিত। সাসপেন্স ড্রামা ঘরানার ‘বাজি’ সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান, মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ আরও অনেকে। আরিফুর রহমানের পরিচালনায় এটি আসছে ঈদে চরকিতে।
সংবাদ সম্মেলনে তাহসান বলেন, ‘ওটিটিতে আমার প্রথম কাজ, চরকিতেও আমার প্রথম কাজ, আর একদম ভিন্নধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা- সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত, এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষা।’
পরিচালক আরিফুর রহমান বলেন, ‘যত্ন নিয়ে নিজেদের সবটুকু দিয়েই বানানো হয়েছে বাজি, অভিনয়শিল্পী থেকে কলাকুশলী সবারই চেষ্টা ছিল দর্শকদের ভিন্ন কিছু দেয়ার, আশা করছি সবার ভালো লাগবে সিরিজটি।’
মিথিলা বলেন, ‘চরকির সঙ্গে এর আগেও কাজ করেছি, অভিজ্ঞতা ভালো। আর এবার আরও ভালো কিছু হবে, অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’
অবাঙালি হয়েও জিৎ-এর বাংলা সিনেমার সুপারস্টার হয়ে উঠার অজানা গল্প
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্মাতা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সবসময় দর্শকদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টায় থাকে। তারই ধারাবাহিকতায় এবার সারা দেশ যখন ক্রিকেটের উন্মাদনায় মেতে আছে সেই সময় ক্রিকেট নিয়ে একটি অসাধারন গল্প নিয়ে চরকি সারা দেশের মানুষের জন্য নিয়ে এল বাজি। ক্রিকেটের নানা অজানা গল্প যা মানুষ আগে দেখেনি তা দেখতে পাবে এই সিরিজে, আশা করছি অন্যরকম কিছু একটা দর্শক দেখতে পাবে এই সিরিজের মাধ্যমে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।