বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বব্যাপী নিজেদের বৈদ্যুতিক গাড়ির দাম ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে টেসলা। বৈদ্যুতিক গাড়ির জগতে টেসলার প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন চ্যালেঞ্জের সৃষ্টি করেছে এই ব্যাপক ডিসকাউন্ট।
অবশ্য ধেয়ে আসা অর্থনৈতিক মন্দা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভসহ বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বাড়ার কারণে গাড়ি বিক্রির প্রবৃদ্ধি ঠিক রাখতে কিছুদিন আগেই প্রয়োজনে লাভ কমিয়ে গাড়ি বিক্রি বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। বর্তমানে বাজারে গাড়ির দাম অত্যধিক বেশি উল্লেখ করে এই দাম গ্রাহক পর্যায়ে চাহিদা কমিয়ে দিতে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি।
গত সপ্তাহে সর্বপ্রথম এশিয়ার বাজারে গাড়ির দাম কমানোর ঘোষণা দেয় টেসলা। এরপর ক্রমান্বয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজারে গাড়ির দাম ঘোষণার দেয়া হয়।
গাড়ির দাম কমিয়ে আসলে ইলন মাস্ক এক ঢিলে দুই পাখি মারার বন্দোবস্ত করলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। দাম কমে যাওয়ায় লাভ কম হলেও টেসলার গাড়ি বিক্রির প্রবৃদ্ধি অটুট থাকবে, আবার টেসলার দাম কমানোর কারণে চাপের মুখে পড়বে প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। টেসলার দামের সাথে সামঞ্জস্য রেখে নিজেদের গাড়ির দাম কমানোর চাপে পড়বেন তারা। এতে অনেক কোম্পানিকেই লোকসান দিতে হবে বলে মনে করা হচ্ছে।
ইলন মাস্ক এমন এক সময়ে টেসলার গাড়ির দাম কমানোর সিদ্ধান্ত নিলেন যখন জেনারেল মোটরস কিংবা টয়োটার মতো বিশ্বের অটোমোবাইল জায়ান্ট ব্যাপকভাবে বিনিয়োগ শুরু করেছে বৈদ্যুতিক গাড়ি সেগমেন্টে।
অবশ্য টেসলার এই ডিসকাউন্টের কারণে আগে যে সব মানুষের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনাটা দুঃসাধ্য ছিল তারাও এখন সহজেই বৈদ্যুতিক গাড়ি কিনতে পারবেন। সবচেয়ে বেশি সুবিধা পাবেন মার্কিন ও ফরাসি ক্রেতারা। কারণ কিছু কিছু মডেলের বৈদ্যুতিক গাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ ফেডারেল ট্যাক্স সুবিধা পাবেন এই দুটি দেশের ক্রেতারা।
টেসলার সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে রয়েছে মডেল থ্রি সেডান ও মডেল ওয়াই ক্রসওভার এসইউভি। এই গাড়ি দুটিতে টেসলা দাম কমিয়েছে ৬ থেকে ২০ শতাংশ। দাম কমানোর পর এখন টেসলার মডেল ওয়াই যুক্তরাষ্ট্রের বাজারে পূর্বের ৬৫ হাজার ৯৯০ ডলার থেকে হ্রাস পেয়ে এখন পাওয়া যাবে ৫২ হাজার ৯৯০ ডলারে। এই দুটি মডেলের পাশাপাশি টেসলা যুক্তরাষ্ট্রে তাদের মডেল এক্স লাক্সারি ক্রসওভার এসইউভি এবং মডেল এস সেডানের দামও কমিয়েছে।
এদিকে ইউরোপে সম্প্রতি কমতে থাকা মূল্যস্ফীতির সঙ্গে এই দাম কমানোর সম্পর্ক আছে বলে জানিয়েছেন জার্মানিতে টেসলার মুখপাত্র। জার্মানিতে মডেল থ্রি এবং মডেল ওয়াই গাড়িগুলোর দাম এক শতাংশ থেকে ১৭ শতাংশ পর্যন্ত কমিয়েছে টেসলা। দেশটিতে সবচেয়ে জনপ্রিয় মডেল ওয়াই পূর্বের দামের থেকে ৯ হাজার ১০০ ইউরো কমে এখন বিক্রি হচ্ছে ৪৪ হাজার ৮৯০ ইউরোতে। এ ছাড়া ফ্রান্সে মডেল থ্রি গাড়ি কিনলে অতিরিক্ত ৫ হাজার ইউরো ফ্রান্স সরকারের ইভি স্কিমের আওতায় ভর্তুকি পাবেন ক্রেতারা।
দাম কমানোর মাধ্যমে টেসলার জনপ্রিয় ৫ সিটের মডেল ওয়াই গাড়িগুলোও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ট্যাক্স সুবিধার আওতায় চলে আসবে। এর আগে মডেল ওয়াই এর লং রেঞ্জ ভার্শনের গাড়িগুলো এই ট্যাক্স সুবিধার আওতার বাইরে ছিল।
এদিকে ইলন মাস্কের টেসলার দাম কমিয়ে দেয়ায় বিপাকে পড়েছে টেসলার প্রতিদ্বন্দ্বী গাড়ি কোম্পানিগুলো। ইউরোপের ডয়েচ ব্যাংক এক হিসাবে জানিয়েছে, দাম কমানোর ফলে টেসলার মডেল ওয়াই গাড়িগুলোর দাম প্রধান প্রতিদ্বন্দ্বী ফোর্ড এর মাসটাং ম্যাক ই মডেলের থেকে ১৮ হাজার ডলার দাম কম পড়বে।
বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের দাম কমানোর পদক্ষেপে যদিও টেসলার মুনাফা কমে যাবে কিন্তু তা সত্ত্বেও প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে এবং এই পদক্ষেপ প্রতিদ্বন্দ্বীদের ব্যাপক অসুবিধায় ফেলবে। টেসলার শেয়ারের দর পড়ে গেলেও প্রতিদ্বন্দ্বীদের শেয়ারের দর আরও বেশি করে পড়বে। ইতোমধ্যেই মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস ও ফোর্ড এর শেয়ারের দর যথাক্রমে ৪ দশমিক ৫ শতাংশ এবং ৬ শতাংশ কমে গেছে। তবে দাম কমানোয় বিশ্বজুড়ে টেসলার বিক্রি চলতি বছর ১২ থেকে ১৫ শতাংশ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সুন্দর লোকেশন সঙ্গে পাওয়া যাবে কাজের লোকও, পানির দামে বিক্রি হচ্ছে এই দ্বীপ
এদিকে সম্প্রতি যারা টেসলার গাড়ি কিনেছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন টেসলার এই দর কমানোর ঘোষণায়। ডিসকাউন্ট না পাওয়ায় নিজেদের বঞ্চিত মনে করছেন তারা। বিশেষ করে সদ্য শেষ হওয়া বছরের ডিসেম্বরে গাড়ি কিনেছেন তাদের ক্ষোভ আরও বেশি। এমনকি চীনে টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে জড়ো হয়ে রীতিমতো বিক্ষোভ দেখিয়েছেন টেসলার গাড়ির মালিকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।