আন্তর্জাতিক ডেস্ক : সিইও পরাগ আগরওয়ালের পর এবার টুইটারের অন্তত তিন হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছেন নতুন মালিক ইলন মাস্ক। জানিয়েছেন, সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ভাবে জরুরি’। ছাঁটাই হয়েছেন কি না, তা ইমেইলের মাধ্যমে জানতে পারবেন কর্মীরা।
টুইটারের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘টুইটারকে একটি স্বাস্থ্যকর পথে ফিরিয়ে আনার জন্য শুক্রবার আমরা বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের মতো কঠিন পদক্ষেপ করছি। আমরা জানি যে এর ফলে টুইটারের জন্য অবদান রয়েছে, এমন কর্মীদের সংখ্যায় কোপ পড়বে। কিন্তু সংস্থার সাফল্যের জন্য এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক ভাবে জরুরি।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইমেইলের মাধ্যমেই হবে ছাঁটাই প্রক্রিয়া। শুক্রবার সকাল ৯টার (আমেরিকার সময়) মধ্যে প্রত্যেক কর্মী একটি করে ই-মেইল পাবেন। বাংলাদেশ সময় তখন প্রায় রাত ১০টা। মেলের শিরোনামে লেখা থাকবে, ‘টুইটারে আপনার ভূমিকা’। দরকারে স্প্যাম ফোল্ডারেও সংস্থার মেইল খোঁজ করতে হবে, জানিয়েছে টুইটার।
চাকরি রয়েছে, না নেই কিভাবে বুঝবেন কর্মীরা, তা-ও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। চাকরি না থাকলে টুইটারের ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন যাবে। চাকরি থাকলে ব্যক্তিগত ইমেলের মাধ্যমে নোটিফিকেশন যাবে, যেখানে বলা থাকবে পরবর্তী পদক্ষেপ। ৪ নভেম্বর, শুক্রবার বিকেল ৫টার মধ্যেও কোনো কর্মী যদি সংস্থার এইচআরের ইমেইল না পান, সে ক্ষেত্রে নিজেকেই একটি মেইল করতে হবে।
সংস্থা আরো জানিয়েছে, ‘প্রত্যেক কর্মী তথা টুইটারের কম্পিউটার ডেটার নিরাপত্তার খাতিরে’ বেশ কয়েকটি অফিস সাময়ি ভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি সংস্থা স্বীকার করে নিয়েছে যে তাদের এই সিদ্ধান্তের ফলে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে কর্মীদের। সংস্থার গোপন বিষয় সমাজমাধ্যম, সংবাদমাধ্যমে আলোচনা না করার জন্য ধন্যবাদও জানিয়েছে টুইটার।
১৪ বছর বয়সেই দুর্দান্ত গান গেয়ে মঞ্চ কাঁপিয়েছিলেন শ্রেয়া ঘোষাল
উল্লেখ্য, ২৭ অক্টোবর টুইটার অধিগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই টুইটারের সিইও পরাগ আগরওয়াল, লিগাল এক্সিকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সিগাল এবং জেনারেল কাউন্সেল শিন এজেটকে ছাঁটাই করেছেন মাস্ক। এর পরেই আমেরিকার একটি সংবাদ মাধ্যম দাবি করে, সংস্থার ৭,৫০০ কর্মীর অর্ধেকেরও বেশিকে ছাঁটাই করা হবে। শুক্রবার থেকে ওই প্রক্রিয়াই শুরু হচ্ছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.