এক ফ্রেমে তিন প্রজন্ম, ভাইরাল ছবি

প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ‘তিন প্রজন্মের ছবি এক ফ্রেমে’! বলছি প্রিয়াঙ্কা চোপড়া, মা মধু চোপড়া ও প্রিয়াঙ্কার মেয়ে মালতির কথা। এতদিন নিজের মেয়েকে লোকের নজর থেকে গোপনেই রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে এবার প্রিয়াঙ্কার মেয়ের এক ঝলক দেখতে পেল তার অনুরাগীরা।

প্রিয়াঙ্কা

শুক্রবার (১৭ জুন) প্রিয়াঙ্কা তার মায়ের জন্মদিনে প্রকাশ্যে আনলেন তার মেয়ে মালতিকে। তবে মেয়ের মুখ কিন্তু আড়ালেই রাখলেন!

এর আগেও মেয়ের ছবি দিয়ে মুখ আড়ালেই রেখেছিলেন প্রিয়াঙ্কা। তবে এবার নেটিজেনরা দেখতে পেল, ছোট্ট মেয়ের অল্প চুলওয়ালা মাথা! আর এমন ছবি দেখেই নেটিজেনরা বলে উঠল মাথায় তো একদম চুল নেই! সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে শুরু হল ট্রল!

প্রিয়াঙ্কা চোপড়া তার মা ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেছেন, ‘শুভ জন্মদিন মা। তোমার এই হাসি আমাকে অনুপ্রেরণা দেয়। তোমার একলা ইউরোপে আসাটা এই জন্মদিনের সবচেয়ে বড় আকর্ষণ। তোমাকে ভালবাসি!’

এছাড়া শাশুড়িকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে জামাই নিক জোনাস।

আমরা সুখী পরিবার ছিলাম, আছি, থাকব : ওমর সানী

চলতি বছরের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মেয়ের মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন প্রিয়াঙ্কা-নিক। এরপর থেকেী আমেরিকাতেই বসবাস করছেন এই জুটি। বর্তমানে হলিউড সিনেমার কাজেই বেশি ব্যস্ত প্রিয়াঙ্কা।