দুর্গাপূজার ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে বাজারে কেজি প্রতি কাঁচা মরিচের দাম ১৩০ টাকা কমেছে। রাতারাতি দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
রবিবার (৫ অক্টোবর) হিলি বাজার ঘুরে জানা যায়, এক দিনের ব্যবধানে পাইকারিতে কাঁচা মরিচে দাম অর্ধেকে নেমেছে। শনিবার দিনভর ২৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ আজ বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। খুচরা তা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি হিসেবে।
মোখছেদ আলী নামের এক ক্রেতা বলেন, ‘‘গত পরশু ২৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ ১৩০ টাকা কেজিতে কিনলাম। দাম কমায় আমরা খুশি।’’
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, ‘‘গতকাল থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমে গেছে। আজ ১৩০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি, দাম আরো কমবে।’’
৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র : সরকারি বিনিয়োগের একটি লাভজনক সুযোগ
এর আগে, দুর্গাপূজার ছুটিতে টানা ৬ দিন বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। এতে কাঁচা মরিচের দাম হু হু করে দাম বেড়ে যায়। শনিবার থেকে ফের আমদানি শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।