এক মৌসুমে ৩৫ লাখ রুপির কলা খেয়েছে ভারতের এই রঞ্জি দল

কলা খেলেন

স্পোর্টস ডেস্ক : একটা ক্রিকেট দল এক মৌসুমে কলা খেয়েছে ৩৫ লাখ রুপির। তালিকায় ৩৫ লাখ রুপির কলার সাথে ২২ লাখ রুপির মিনারেল ওয়াটারও আছে। এমন সুযোগ-সুবিধা পাওয়া দলটিই কিনা রঞ্জি ট্রফিতে একটি ম্যাচ হেরেছে ৭২৫ রানে। বলছি, রঞ্জি ট্রফিতে খেলা ভারতের উত্তরাখণ্ড দলের কথা।

কলা খেলেন

আসরে মুম্বাইয়ের কাছে ৭২৫ রানে হেরেছে উত্তরাখণ্ড। এত বড় ব্যাবধানে হারের রেকর্ড কখনো দেখা যায়নি প্রথম শ্রেণির ক্রিকেটে। বিষয়টি নিয়ে এরইমধ্যে দেখা দিয়েছে গুঞ্জন। কথা হচ্ছে উত্তরাখণ্ড ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিষয়েও।

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২ মৌসুম ধরে উত্তরাখণ্ডের খেলোয়াড়দের দৈনিক ভাতা দেয়া হচ্ছে ১০০ রুপি করে। যেখানে ভারতে একজন প্রথম শ্রেণির ক্রিকেটারের দৈনিক ভাতা হওয়ার কথা অন্তত ১৫০০ রুপি, কখনো কখনো তা ২০০০ রুপি।

উত্তরাখণ্ড সরকারের শ্রম আইন অনুযায়ী, কাজে খুব বেশি পারদর্শী নয় এমন শ্রমিকের দৈনিক বেতন গড়ে ৮০০ রুপি হওয়ার কথা। সেখানে ভারতের সব থেকে পুরোনো এবং জৌলুসপূর্ণ প্রথম শ্রেণির পেশাদার লিগের খেলোয়াড়রা পাচ্ছেন দৈনিক ১০০ রুপি।

উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২০২০-২১ এর অডিট বলছে, গত বছর টুর্নামেন্ট এবং ট্রায়াল ক্যাম্পে দৈনিক ভাতা বাবদ খরচ ছিল ৪৯ লক্ষ ৫৮ হাজার ৭৫০ রুপি। আর ক্যাটারিং খরচ ১ কোটি ৭৪ লক্ষ ৭ হাজার ৩শ ৪৬ রুপি।

গাছ কাটা নিষেধ, তাই বৃক্ষকেই ৪ তল বাড়ি বানিয়ে ফেললেন ব্যাক্তি

অথচ, এর ছিটেফোটাও পাননি ক্রিকেটাররা। দলটির অধিনায়ক বিস্তা বিসিসিআইকে দেয়া এক চিঠিতে উল্লেখ করেছেন উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি। এমনকি খাবার চাইলেও নাকি তাদের বলা হতো, অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিতে।