এক সিনেমায় প্রসেনজিৎ-দেব ও জিৎ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেব

বিনোদন ডেস্ক : বলিউডে এখন নতুন ট্রেন্ড। সুপারস্টাররা একে অপরের সিনেমায় এসে চমক দিচ্ছেন।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ ও দেব

যেমন শাহরুখের ‘পাঠান’ সিনেমায় দেখা গেছে সালমান খানকে। অন্যদিকে সালমানের ‘টাইগার ৩’-তে দেখা গেছে কিং খানকে। ‘টাইগার ৩’র ক্লাইম্য়াক্সে এলেন হৃতিকও।

যদি টলিউডে এমনটা হয়! সম্প্রতি এমনই এক প্রশ্ন রাখা হয়েছিল টলিউডের হ্য়ান্ডসাম নায়ক জিৎকে। প্রশ্ন ছিল, একফ্রেমে কি দেখা যাবে দেব-জিৎ ও প্রসেনজিৎকে?

এমন প্রশ্নে জিতের ভাষ্য, একবার মুম্বই যাওয়ার পথে বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে এমন কথা হয়েছিল। আমার দিক থেকে কোনও আপত্তি নেই। যদি ভালো স্ক্রিপ্ট পাই, তাহলে এরকম সিনেমা হতেই পারে। তবে অতিথি চরিত্র নয় বরং তিনজনেরই থাকবে জবরদস্ত চরিত্রে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।

বাড়ির উঠানেই খেসারি লাল যাদবের সাথে রোমান্সে মাতলেন সুভি শর্মা

এর আগে একই সিনেমায় কাজ করেছেন দেব ও জিৎ। রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ নামের সিনেমাটিতে আরও ছিলেন কোয়েল মল্লিক। অন্যদিকে, ‘জুলফিকার’ ও ‘কাছের মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিৎকে।