বিনোদন ডেস্ক : চলচ্চিত্র ক্যারিয়ারের চতুর্থ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় মুখ আসনা হাবিব ভাবনা। সিনেমার নাম ‘যাপিত জীবন’। এ সিনেমার মাধ্যমে একসঙ্গে দুটি ইচ্ছা পূরণ হতে চলেছে ‘ভয়ংকর সুন্দরী’র নায়িকার।
প্রথমত, ‘যাপিত জীবন’ সিনেমাটি পরিচালনা করছেন ভাবনার বাবা হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমা প্রযোজনাও করছেন তিনি। ভাবনার ইচ্ছা ছিল তার বাবার পরিচালনায় অভিনয় করবেন। ‘যাপিত জীবন’-এর মাধ্যমে অভিনেত্রীর সেই ইচ্ছা পূরণ হচ্ছে।
অন্যদিকে, এই সিনেমাটি নির্মিত হচ্ছে খ্যাতিমান লেখিকা সেলিনা হোসেনের লেখা ‘যাপিত জীবন’ উপন্যাস অবলম্বনে। এই লেখিকার গল্পে কাজ করার ইচ্ছাও ভাবনার বহুদিনের। অভিনেত্রী বলেন, ‘এমন একজন বড়মাপের লেখিকার গল্পের চরিত্র হওয়া গর্বের বিষয়। চরিত্রটি করতে পারছি এটাই আমার জন্য আনন্দের। তার প্রায় সব লেখাই আমার পড়া।’
বাবা হাবিবুল ইসলাম হাবিবের প্রসঙ্গ টেনে ভাবনা বলেন, ‘বাবার সঙ্গে প্রথম সিনেমায় কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু হয়নি। অবশেষে চতুর্থ সিনেমা দিয়ে বাবার সঙ্গে কাজ করার ইচ্ছা পূরণ হচ্ছে। এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। একসঙ্গে দুটি ইচ্ছা পূরণ হচ্ছে এই সিনেমা দিয়ে।’
যদিও ‘যাপিত জীবন’-এ ভাবনার চরিত্রটা ঠিক কেমন, তা এখনই জানাতে চান না অভিনেত্রী।
ভাবনার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা দিয়ে। সেখানে তার নায়ক ছিলেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। চার বছর বিরতি দিয়ে গত বছর অভিনয় করেন দ্বিতীয় সিনেমা ‘লাল মোরগের ঝুটি’তে।
চলতি বছরে ভাবনা নাম লিখিয়েছিলেন ‘দামপাড়া’ নামের একটি সিনেমা। মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এবার শুরু করবেন বাবার পরিচালনায় ‘যাপিত জীবন’-এর কাজ।
এই সিনেমায় ভাবনা ছাড়াও রয়েছেন গাজী রাকায়াত, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, আজাদ আবুল কালামের মতো খ্যাতিমান অভিনয়শিল্পীরা। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। ‘যাপিত জীবন’-এর শুটিং শুরু হবে আগামী ২২ নভেম্বর থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।