বিনোদন ডেস্ক : অ্যাকশন আর বিলাসবহুল অত্যাধুনিক গাড়ির জন্য হলিউডের ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সিনেমাগুলো পৃথিবীজুড়ে বেশ জনপ্রিয়। সিনেমায় দেখা যায়, বিভিন্ন সময় গাড়িগুলো দুমড়ে-মুচড়ে ফেলা হয়। আমেরিকার একটি সংবাদমাধ্যম বলছে, সিনেমাটিকে আকর্ষণীয় করতে ভাঙ্গা হয়েছে ৫০ কোটি ডলারের গাড়ি।
বিখ্যাত এ সিনেমাটি ২০০১ সালে প্রথমবারের মতো মুক্তি পায়। সর্বশেষ ২০১৫ সালে সিনেমাটির সপ্তম পর্ব বাজারে আসে। প্রতিটি পর্বেই গাড়ির নান্দনিকতা-আভিজাত্য দুটোই আগের পর্বকে ছাড়িয়ে যায়। ফলে প্রতিবছরই বাড়ে অনেক খরচ। জেনে অবাক হবেন যে, এই খরচের পরিমান প্রায় ৫১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। ভারতীয় টাকায় যা ৪১০ কোটি ৭০ লাখ টাকা!
আমেরিকার ’ইনসিউর দ্য গ্যাপ’ নামের একটি বিমা প্রতিষ্ঠান সম্প্রতি ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মুভিতে অকোজো হওয়া গাড়িগুলোর মোট অর্থমূল্য বের করেছে। সেই হিসাবে, বিগত ১৪ বছরে এ মুভিতে সত্যি সত্যি ধ্বংস করা হয়েছে ১৬৯টি মোটরযান। যার মধ্যে রয়েছে স্টাইলিশ মোটরবাইক, বাস, ট্রেন, অত্যাধুনিক রেস কার সেই সঙ্গে পুরোনো আমলের ভিন্টেজ গাড়ি।
গাড়ির পাশাপাশি মুভির বিভিন্ন পর্বে বড় বড় বাড়িও উড়িয়ে দিতে দেখা গেছে। তবে প্রতিষ্ঠানটি এই বাড়ি গুলির দাম বের করেনি। তারা বলছে, এখন পর্যন্ত মুভিতে ৫৩টি বাড়ির আংশিক এবং ৩১টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।
পাঠক ভাবছেন, হঠাৎ করে ’ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ নিয়ে আলোচনা কেন? আসলে সামনের ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে নতুন পর্ব, যার নাম দেয়া হয়েছে ’দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’। ছবিতে আগের মতোই অভিনয় করছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম, সঙ্গে যোগ দিয়েছে শার্লিজ থেরন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।