স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে পর্দা নেমেছে বিপিএলের ১১তম আসরের। যেখানে বন্দরনগরীর দলটিকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বরিশাল। এদিন ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল এবং টুর্নামেন্টসেরার পুরস্কার উঠেছে মেহেদী হাসান মিরাজের হাতে।
এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহকের পুরস্কার জিতেছেন মোহাম্মদ নাঈম এবং বোলিংয়ে সেরা তাসকিন আহমেদ। এ ছাড়াও সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। ১৪টি আউটে ভূমিকা রেখেছেন তিনি। আর উদীয়মান ক্রিকেটারের পুরস্কার উঠেছে তানজিদ হাসান তামিমের হাতে।
দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে বাদ পড়ে নাঈমের দল খুলনা টাইগার্স। তবে রানে তালিকায় সবার শীর্ষে রয়েছেন নাঈম। এই আসরে সবগুলো ম্যাচেই সুযোগ পেয়েছেন তিনি। ৪২ গড়, ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ১৪ ম্যাচে ৫১১ রান করে সবার ওপরে রয়েছেন তিনি। তাই সর্বোচ্চ রান সংগ্রহকের পুরস্কার জিতেছেন মোহাম্মদ নাঈম। ৫ লাখ টাকা পেয়েছেন তিনি।
দল/ব্যক্তি | অর্জন | পুরস্কার |
---|---|---|
ফরচুন বরিশাল | চ্যাম্পিয়ন | ২ কোটি ৫০ লাখ টাকা |
চিটাগাং কিংস | রানার্সআপ | ১ কোটি ৫০ লাখ টাকা |
খুলনা টাইগার্স | তৃতীয় দল | ৬০ লাখ টাকা |
রংপুর রাইডার্স | চতুর্থ দল | ৪০ লাখ টাকা |
তামিম ইকবাল | ফাইনাল সেরা | ৬ লাখ টাকা |
মেহেদী হাসান মিরাজ | টুর্নামেন্ট সেরা | ১০ লাখ টাকা |
মোহাম্মদ আশরাফুল | সর্বোচ্চ রান সংগ্রাহক | ৬ লাখ টাকা |
তাসকিন আহমেদ | সর্বোচ্চ উইকেট শিকারি | ৬ লাখ টাকা |
মুশফিকুর রহিম | সেরা ফিল্ডার | ৪ লাখ টাকা |
তানজিদ হাসান তামিম | উদীয়মান ক্রিকেটার | ৪ লাখ টাকা |
১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানের রয়েছে গ্রুপ পর্বে বাদ পড়া ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। তাই উদীয়মান ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ৩ লাখ টাকা পেয়েছেন এই তরুণ ক্রিকেটার।
এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি পুরস্কার যে তাসকিন তা আগে থেকে নিশ্চিত ছিল। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে বার শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার। তাই তাসকিনকেও দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।
অন্যদিকে দল ফাইনালে না উঠলেও এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছে মিরাজ। এবারের বিপিএলে ১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার। এ ছাড়াও বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট। এতে ১০ লাখ টাকা পেয়েছেন মিরাজ।
এ বছর চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পেয়েছে আড়াই কোটি টাকা। যা আগের বছরের তুলনায় ৫০ লাখ টাকা বেশি। রানার্সআপ দলের জন্যও ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তারা পেয়েছে ১ কোটির পরিবর্তে দেড় কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকে পুরস্কার হিসেবে যথাক্রমে ৬০ ও ৪০ লাখ টাকা দিয়েছে বিসিবি।
Realme P3 Pro 5G: সেরা ফিচার নিয়ে আসছে , থাকছে GT Boost প্রযুক্তি!
আসুন একনজরে দেখে নিই এবারের বিপিএলে কে কতটার পুরস্কার জিতলো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।