স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৪ জুন। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় বৈশ্বিক এই টুর্নামেন্টের ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই মহাযজ্ঞের গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে পেয়েছে লাল-সবুজেরা। এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে, ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। তবে এখনও বিশ্বকাপের চূড়ান্ত গ্রুপিং ও সূচি প্রকাশ করেনি আইসিসি।
‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গী আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রুপ ‘বি’তে পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। আর ‘সি’ গ্রুপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের সঙ্গী উগান্ডা এবং পাপুয়া নিউগিনি।
শক্তির বিচারে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে শান্ত-সাকিবরা। আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার পাশাপাশি গ্রুপ পর্বে সহযোগী সদস্য নেদারল্যান্ডস বাধাও কাটাতে হবে টাইগারদের। তাই সেরা আটে উঠার লড়াইয়ে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জই মোকাবিলা করতে হবে।
এদিকে দর্শকদের আবাসন ও যাত্রার বিষয়টি মাথায় রেখে কয়েকটি দলের সুপার এইটের ভেন্যু চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওয়েস্ট ইন্ডিজে এবং রানার-আপ হলে যুক্তরাষ্ট্রে সুপার এইটের ম্যাচগুলো খেলবে লাল-সবুজেরা।
একনজরে কে কোন গ্রুপে-
গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’: বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।