জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা শেষে এখন ফল ঘোষণা করা হচ্ছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে নির্বাচিত হলেন যারা
নাটোর-৩
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামকে প্রায় ৯৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন।
নাটোর-২
নাটোর-২ আসনে (নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ১ লাখ ১৭ হাজার ৮৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার পেয়েছেন ৬১ হাজার ৮৫ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনিসুল হক পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৬৬৭ ভোট। ওই আসনে আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শাহীন খান পেয়েছেন ৬ হাজার ৫৮৬ ভোট। ফুলের মালা প্রতীকে তরিকত ফেডারেশনের ছৈয়দ জাফরুল কুদ্দুছ পেয়েছেন ৪ হাজার ৫৭৪ ভোট।
ঠাকুরগাঁও-৩
ঠাকুরগাঁও-৩ আসনে (পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি ১ লাখ ৮ হাজার ৫১৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় হাতুড়ি প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ২০৪ ভোট।
পার্বত্য বান্দরবান আসন
পার্বত্য বান্দরবান আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। আওয়ামী লীগের এ প্রার্থী পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এ টি এম শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট।
হবিগঞ্জ-৪
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বেসরকারিভাবে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন ৪৭ হাজার ভোট।
সুনামগঞ্জ-৩
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ১ লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪ হাজার ভোট।
নোয়াখালী-৫
এই আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭টি। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ পেয়েছেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৯ হাজার ৭১৯ ভোট।
রংপুর-৩
রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম জি এম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পেয়েছেন ৮১ হাজার ৮৬১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজর ৩২৫ ভোট।
জয়পুরহাট-১
জয়পুরহাট-১ আসনে নৌকার প্রার্থী শামসুল আলম দুদু ৯৬ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজ মোল্লা।
মাগুরা-১
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭৮ হাজার ৮৬৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কাজী রেজাউল ডাব প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।
খুলনা-৬
খুলনা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. রশিদুজ্জামান। তিনি এক লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।
নীলফামারী-২
নীলফামারী-২ (সদর) আসনে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী শাহজাহান আলী চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪৩ ভোট।
গোপালগঞ্জ-১
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের প্রার্থী কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ ভোট।
মেহেরপুর-১
এই আসনে (সদর ও মুজিবনগর) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান ট্রাক প্রতীক নিয়ে ৫৭ হাজার ৬৯২ ভোট পেয়েছেন।
বাগেরহাট-৩
এই আসনে (রামপাল- মোংলা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি ৭৫ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট।
মানিকগঞ্জ ৩
এই আসনে জয়লাভ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি পেয়েছেন ৬৭ হাজার ৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মফিজুল ইসলাম খান কামাল উদীয়মান সূর্য প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭৯৩ ভোট।
নওগাঁ-১
এই আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাধন চন্দ্র মজুমদার বেসরকারিভাবে জয়ী। তিনি মোট ১ লাখ ৮৭ হাজার ৬৪৭টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।
ময়মনসিংহ-৫
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ১০৪টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের নিলুফার আঞ্জুম পপি ৫২ হাজার ৭৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের সালাউদ্দিন আহমেদ মুক্তি ৩৪ হাজার ১৬৮ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৮
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ৯২টি কেন্দ্রের ফলাফলে ট্রাক প্রতীকের মাহমুদ হাসান সুমন ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের ফকরুল ইমাম পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট।
ময়মনসিংহ-৯
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১২১টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের মেজর জেনারেল আ. সালাম ৮০ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের আনোয়ারুল আবেদীন তুহিন ৫৯ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।
কুষ্টিয়া-২
কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৪১ হাজার ২৮২ ভোট। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে হেরে গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট।
রংপুর-৪
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৮৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজর ১২৫ ভোট।
হবিগঞ্জ-১
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ঈগল প্রতীকে ১ লাখ ৯ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ ভোট।
ঠাকুরগাঁও-২
ঠাকুরগাঁও-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন। তিনি ১ লাখ ১৫ হাজার ৬১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েল ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ২৩৪ ভোট।
ঢাকা-১
এই আসনে নৌকা প্রতীকে সালমান এফ রহমান ১ লাখ ৪৯ হাজার ৯৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীক নিয়ে সালমা ইসলাম ৩৪ হাজার ৭৪৬ ভোট পেয়েছেন।
সিলেট-৬
এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৫৮ হাজার ১২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৩৮৭ ভোট।
রাজশাহী-২ (সদর)
এই আসনে শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী। তিনি কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪২৩ ভোট।
ঢাকা-২০
এই আসনে বেনজীর আহমেদ নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৩ হাজার ৭০৯টি ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন কাঁচি প্রতীক নিয়ে ৫৪ হাজার ৬১৩ ভোট পেয়েছেন।
বাগেরহাট-২
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বিজয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির হাজরা শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৭৪ ভোট।
চট্টগ্রাম-৭
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) আসনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নৌকা প্রতীকে জয়ী। তিনি পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ইকবাল হাছান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩০১ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।