বিনোদন ডেস্ক : ছকভাঙা দুর্দান্ত অভিনয় দক্ষতা, একের পর এক অন্য স্বাদের কাজ দিয়ে অনায়াসেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন রাধিকা। বাংলার সঙ্গেও কিন্তু যোগ রয়েছেন রাধিকার।
তামিলনাড়ুর ভেলোরে তাঁর জন্ম। বাবা-মায়ের সঙ্গে যোগ ছিল না রূপোলি পর্দার। দুজনেই চিকিৎসার সঙ্গে যুক্ত। কিন্তু একরত্তিকে হাতছানি দিয়েছিল রুপোলি পর্দা।
প্রথমে প্রথাগত পড়াশোনা শুরু করলেও বেশিদিন স্কুলে যাননি তিনি। বাড়িতেই চার বন্ধুর সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন তিনি।
ই ছকভাঙা প্রথায়ই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছিল, নিজেকে সময় দিতে শিখেছিলেন তিনি। বলিউড সফরে অন্য়তম পরিচিত মুখ, ছকভাঙা এক অভিনেত্রীর বীজ বপন হয়েছিল সেখান থেকেই। রাধিকা আপ্তে। আজ তাঁর জন্মদিন।
রাধিকা বড় হওয়ার সঙ্গে সঙ্গে, থিয়েটারে আগ্রহ জন্মায় তাঁর। সিদ্ধান্ত নেওয়া হয়, পুণে ছেড়ে মুম্বই আসবেন তিনি।
যেমন কথা তেমন কাজ। বলিউডে কাজ করার জন্য মুম্বই পাড়ি দেন রাধিকা। কিন্তু বিধি বাম। মুম্বইয়ের অভিজ্ঞতা ভালো হয়নি তাঁর। হতাশ হয়ে পুণেতে পরিবারের কাছে ফিরে যান রাধিকা।
এরপর নাটকের তাগিদেই গুরুগ্রাম পাড়ি দেন রাধিকা। সেখানে থিয়েটারে অভিনয় করে ৮ থেকে ১০ হাজার টাকা রোজগার করতেন তিনি। সেই টাকায় পেইং গেস্ট হিসেবে বেশ কয়েকজন মেয়েদের সঙ্গে ঘর শেয়ার করে থাকছিলেন তিনি।
এই সময়েই প্রথম রাধিকা তাঁর মারাঠি ছবিতে অভিনয় করেন। ছবির নাম ‘ঘো মালা আসলা হাওয়া’। এরপর প্রথম হিন্দি ছবিতে অভিনয় করেন রাধিকা। ছবির নাম শোর ইন দ্য সিটি।
পুণেতে ফেরার পরে রাধিকা এক রাত্রের মধ্যে সিদ্ধান্ত নেন, তিনি লন্ডন যাবেন। লন্ডনে গিয়ে বদলে যায় তাঁর জীবন। লন্ডনে গিয়ে নিজেকে অনেকটাই বদলে ফেলেন রাধিকা, পরিশ্রমও করেন প্রচুর।
লন্ডনেই তাঁর আলাপ হয়েছিল তাঁর স্বামীর সঙ্গে। লন্ডন থেকে ফেরার পরে অভিনয় নিয়ে থাকতে চাইলেও মুম্বই ফিরে যেতে চাননি রাধিকা। পূর্ব অভিজ্ঞতার কারণে ফের মুম্বই ফিরে যেতে চাননি তিনি। অবশেষে মুম্বই ফিরতে রাজি হন রাধিকা।
এরপরের গল্প ইতিহাস। ছকভাঙা দুর্দান্ত অভিনয় দক্ষতা, একের পর এক অন্য স্বাদের কাজ দিয়ে অনায়াসেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন রাধিকা। বাংলার সঙ্গেও কিন্তু যোগ রয়েছেন রাধিকার। ‘রূপকথা নয়’ ও অন্তহীন বাংলা ছবিতে কাজ করেছেন রাধিকা। কেবল মুম্বইতেই নিজেকে আবদ্ধ রাখেননি অভিনেত্রী। তামিল, তেলুগু থেকে শুরু করে বাংলাতেও নিজেকে ছড়িয়ে দিয়েছেন রাধিকা। তাঁর খ্যাতিও তেমনই ছড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।