এক সাহসী পাইলটের যুদ্ধ অভিযানের গল্প

কঙ্গনা

বিনোদন ডেস্ক : একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তাঁর অভিনীত কোনো ছবিই ব্যবসায়িক সফলতা পায়নি। দক্ষিণের জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ বক্স অফিসে আশার আলো দেখাতে পারেনি।

কঙ্গনা

সম্প্রতি মুক্তি পাওয়া ‘চন্দ্রমুখী ২’ খুব একটা চলছে না! তবে লাগাতার ব্যর্থ হয়েও থেমে থাকেননি কঙ্গনা। বক্স অফিসের ‘ফ্লপ ককপিট’ থেকে ওড়ার জন্য তৈরি তিনি। আগামীকাল মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘তেজাস’। এ সিনেমায় ভারতীয় বিমানসেনা তেজস গিলের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। 

অনুরাগীদের দাবি, বহু প্রতীক্ষার পর এ ছবিই ভাগ্য ফেরাবে অভিনেত্রীর ক্যারিয়ারে। দেশপ্রেমে ভরপুর ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা ট্রেড অ্যানালিস্টদেরও। সিনেমাটির কিছুদিন আগে মুক্তি পাওয়া ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত একজন পাইলটের চরিত্রে দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে পুরো লামইলাইট নিজের দিকে কেড়ে নিয়েছেন কঙ্গনা। স্বল্প পরিসরে নজর কেড়েছেন আশীষ বিদ্য়ার্থীও।

কঙ্গনা

ট্রেলারে দেখা যায়, পাকিস্তানে একজন ভারতীয় গুপ্তচর ধরা পড়েছে। তেজস গিল তাকে উদ্ধারে অভিযানে যাবেন। একের পর এক বাধার সম্মুখীন হন তিনি। ট্রেলারের একটি জায়গায় তিনি বলেন, ‘প্রতিবারই সংলাপে সমাধান হতে পারে না। কখনও কখনও আপনাকে যুদ্ধক্ষেত্রে শত্রুর সঙ্গে লড়াই করতে হবে।’ ট্রেলারজুড়ে রয়েছে টানটান উত্তেজনা। এ ছবিতে অন্য়তম প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ মিত্র।

বাণিজ্যিক সুবিধা বাড়াতে ইইউ’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ছবিটি প্রসঙ্গে কঙ্গনা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এ ছবি তেজস গিল তথা একজন বায়ুসেনা পাইলটের অসাধারণ যাত্রাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এ ছবির লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করা এবং গভীর গর্বের অনুভূতি জাগিয়ে তোলা। ছবিতে দেখানো হয়েছে, কীভাবে ভারতের বিমানবাহিনীর পাইলটরা দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করে।’

বরাবরের মতো সিনেমাটিতে কঙ্গনা দারুণ করেছেন বলে মনে করছেন ভারতের সিনেমা বিশেষজ্ঞরা। তবে কঙ্গনা এ ছবির মাধ্যমে কতটা ব্যবসা উপহার দিতে পারেন, তা জানা যাবে আগামীকাল।