এক সিনেমায় একসাথে ঝড় তুলতে আসছেন সারা আলি ও জাহ্নবী

সারা আলি খান ও জাহ্নবী

বিনোদন ডেস্ক : একসঙ্গে ছবি, না বিজ্ঞাপন না অন্য কিছু, কী করছেন সারা ও জাহ্নবী এখনও জানা না গেলেও, দুই বন্ধুকে একসঙ্গে পর্দায় দেখতে যে অনুরাগীরা বেশ পছন্দ করবেন তা বলাই বাহুল্য।

সারা আলি খান ও জাহ্নবী

সারা আলি খান ও জাহ্নবী কপূরের বন্ধুত্বের কথা সকলের জানা। তাঁদের বন্ধুত্বের কথা বলিউডেও বেশ চর্চিত। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘কফি উইথ কর্ণ’-এর চলতি মরসুমেও। এবার শোনা যাচ্ছে তাঁদের একসঙ্গে কাজ করতেও দেখা যাবে। অন্তত সারার সর্বশেষ পোস্ট তাইই ইঙ্গিত দিচ্ছে।

শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন সারা। ক্যামেরার দিকে দুই জনকেই খুব হতচকিত এক্সপ্রেশন দিতে দেখা যাচ্ছে।

বেগুনি পুলওভারে জাহ্নবী ও গোলাপী পুলওভারে সারা। দুজনেই কোনও জিনিস দেখে খুবই অবাক বা ভীত। চমকে উঠেছেন। ছবি পোস্ট করে ক্যাপশনে সারা লেখেন, ‘কফি তৈরি করা থেকে যা গরম ছিল, এখন অবশেষে সহ-অভিনেতা হিসাবে আমরা শ্যুটিং করেছি। অপেক্ষা করুন, দেখুন এবং আপনাদের মতামত জানান।’ তবে এই গোটা ক্যাপশনটাই ছিল সারার চিরাচরিত ঢঙে, ছন্দ মিলিয়ে। জাহ্নবী সেই পোস্টে কমেন্ট করে লেখেন, ‘ব্যাপারটা দুর্দান্ত হতে চলেছে’।

তবে কি সারা আলি খান এবং জাহ্নবী কপূরকে এবার একই ছবিতে একসঙ্গে দেখা যাবে? জল্পনা জিইয়ে রেখে আনুষ্ঠানিকভাবে যদিও কোনও ঘোষণা করা হয়নি। তবে তাঁরা একত্রে কিছু যে একটা কাজ করছেন তা নিশ্চিত।

কাজের ক্ষেত্রে, সারা আলি খানকে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে। ছবির নাম এখনও ঠিক হয়নি। সারার শেষ ছবি অক্ষয় কুমার ও ধনুশের সঙ্গে ‘অতরঙ্গি রে’ সমালোচলকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। অন্যদিকে জাহ্নবীর কপূরের ‘গুড লাক জেরি’ মুক্তি পেয়েছে সম্প্রতি। হাতে রয়েছে বরুণ ধবনের সঙ্গে ‘বাওয়াল’।

জালে ধরা পড়লো দামি জাবাভোল মাছ, যত লাখ টাকায় বিক্রি

একসঙ্গে ছবি, না বিজ্ঞাপন না অন্য কিছু, কী করছেন সারা ও জাহ্নবী এখনও জানা না গেলেও, দুই বন্ধুকে একসঙ্গে পর্দায় দেখতে যে অনুরাগীরা বেশ পছন্দ করবেন তা বলাই বাহুল্য।