একসময়ের হিট সিনেমা দেওয়া অভিনেত্রী কিম যশপালকে এখন চেনাই যাচ্ছেনা

অভিনেত্রী কিম যশপাল

বিনোদন ডেস্ক : বলিউডের ৮০ এবং ৯০ দশকের কিছু অভিনেত্রী বেশ নাম করেছিল। সেসময় তাঁদের অনেক ছবি হিট হত। তাঁরা দেখতেও যেমন সুন্দরী ছিলেন, তেমন প্রতিভাবান ছিলেন। তাঁরা অনেকেই এখন সিনেমা জগতের সঙ্গে যুক্ত আর নেই। তবে দর্শকদের হৃদয়ে রয়ে যাবে চিরকালীন। আজ সেরম এক অভিনেত্রীর কথা জেনে নিন আজকের প্রতিবেদনে।

অভিনেত্রী কিম যশপাল

আজকে জানবেন অভিনেত্রী কিম যশপালের কথা। যিনি মিঠুন চক্রবর্তী, রাজেশ খান্না, শত্রুঘ্ন সিনহার মতো বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সে যুগে যে সমস্ত সুন্দরী অভিনেত্রী ছিলেন তাদের মধ্যে অভিনেত্রী কিম যশপাল ছিলেন অন্যতম। তাঁর সৌন্দযে অনেকে পাগল ছিলেন। বহু ম্যাগাজিনের কভার পেজে তাঁর ছবি ছাপা হতো। লক্ষ লক্ষ মানুষ অভিনেত্রীর ভক্ত ছিলেন।

বিখ্যাত গান ‘জিমি জিমি আজা আজা’ মধ্যে দিয়ে তিনি জনপ্রিয় পেয়েছিলেন এবং বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আজ গানটি সমান ভাবে জনপ্রিয়। প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ডান্সার’ ছবিতে অভিনেত্রী দুর্দান্ত ডান্স পাগল করার মতো ছিল। প্রসঙ্গত ডিস্কো ড্যান্সার ছবির আগে অভিনেত্রী ‘নসিব’ এবং ‘ফির ওয়াহি রাত’ ছবিতে কাজ করেছিলেন। অভিনেত্রী কিম যশপাল যে সব তারকাদের সঙ্গে কাজ করেছিলেন তাঁরা পরবর্তীতে বলিউডে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছিলেন। তবে সুন্দরী ও প্রতিভাবান হওয়ার সত্বেও এই অভিনেত্রী বলিউড হারিয়ে গিয়েছিলেন

হঠাৎ করেই অভিনেত্রী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে যান। বলে রাখি কিম যশপাল অভিনেত্রীর পাশাপাশি ছিলেন একজন দুর্দান্ত মডেল। শোনা যায় তিনি বিখ্যাত খলনায়ক ড্যানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি, বেশ কিছুদিন সম্পর্ক থাকার পর দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল।

অন্যদের চেয়ে দ্রুত কোটিপতি হতে ৪টি ব্যবসা করুন

তবে দুজনের ব্রেকআপের পর ড্যানি বলিউডে শীর্ষস্থানে উঠে আসলেও অভিনেত্রী কিম ফিল্ম ইন্ডাসি থেকে অনেকটা দূরে সরে যান। তবে বর্তমানে অভিনেত্রী কি করছেন তা জানা যায় না। কেননা তিনি সোশ্যাল মিডিয়াতে খুব একটা সক্রিয় থাকেন না। অভিনেত্রী ২০১৪ সালে শেষ ফেসবুকে পোস্ট করেছিলেন। তবে জানা যায় তিনি মুম্বাইতে সুন্দর ভাবে জীবন যাপন করছেন।