একসঙ্গে দুইটি কোবরা ধরে তাক লাগিয়ে দিলেন তরুণী

কোবরা

জুমবাংলা ডেস্ক : সাপ ধরা কি চাট্টিখানি কথা! যে কোনও মুহূর্তেই তো ফোঁস করতে পারে। কিন্তু এতে তাঁর একেবারেই ভয়ডর নেই। সাপ ধরায় তিনি যেন একে বারে ওস্তাদ!

কোবরা

তা-ও আবার যে সে সাপ নয়, একে বারে কোবরা। সেই কোবরাই হাত দিয়ে ধরেছেন এক তরুণী। এমন সাহস দেখে অনেকেই বলছেন, ‘বাপ রে, কী ডানপিটে মেয়ে!’

রীতিমতো তক্কে তক্কে ছিলেন ওই তরুণী। খানিকক্ষণ দূর থেকে সাপগুলিকে দেখছিলেন তিনি। তার পর শিকার ধরার কায়দায় ২টি কোবরার উপর ঝাঁপিয়ে পড়লেন তিনি। তার পর?

ভোজপুরি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

দু’হাত দিয়ে কোবরাগুলির লেজ শক্ত করে ধরলেন তরুণী। তাঁর হাত থেকে বাঁচতে সাপগুলি তত ক্ষণে পালানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু কোবরাগুলিকে ছাড়তে নারাজ তরুণী। কোবরার লেজ শক্ত হাতে ধরেছেন তিনি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি জুমবাংলা নিউজ। ভিডিওটি কোন এলাকার, তা জানা যায়নি।