একসঙ্গে জন্ম, একসঙ্গেই গেল প্রাণ

Baby

জুমবাংলা ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণে পানিতে ডুবে একসঙ্গে যমজ ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। পাঁচ বছরের শিশু জুনায়েদ আর জায়েদ যমজ ভাই। তাদের একসঙ্গে জন্ম হলেও মৃত্যুও হলো একই সঙ্গে।

Baby

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণ বহরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জায়েদ ও জুনায়েদ ওই গ্রামের কাতার প্রবাসী শরীফ খানের ছেলে। তারা স্থানীয় বহরী শিশু একাডেমি স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।

নিহত দুই শিশুর ফুফাতো ভাই মনির হোসেন শামীম জানান, দুপুরে তাদের মা যখন রান্না করছিলেন। তখন স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে অন্যদের সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে যায় জুনায়েদ ও জায়েদ।

গোসল শেষে সবার সঙ্গে ঘরেও ফিরে আসে তারা। কিন্তু হঠাৎ করে আবারও পুকুরে গোসল করতে চলে যায় জুনায়েদ ও জায়েদ। তার পরই নিখোঁজ তারা। এক পর্যায়ে পুকুরপারে খুঁজতে গিয়ে বাড়ি লোকজন দেখে শিশুদের জুতা পানিতে ভাসছে।

এ সময় পানিতে নেমে খুঁজতে গিয়ে পাওয়া যায় দুই শিশুর নিথর দেহ। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুনায়েদ ও জায়েদকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় এক নায়কের সঙ্গে বিছানায় শুতে বলা হয়েছিল, দাবি এই নায়িকার

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দিয়েছে মতলব থানার পুলিশ।