বিনোদন ডেস্ক : ছেলে রাজ্যকে নিয়ে একাই পথ চলছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। রাজের সঙ্গে বিচ্ছেদের পর রাজ্যই এখন তার সব। কাজের পাশাপাশি অবসর সময়টুকু ছেলেকেই দেন তিনি। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই। রবিবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, এ এক সুখের রাজ্যে বসবাস আমার। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।
ওই ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছে পরীমণি। মায়ের কোলে বসে তার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত রাজ্য। খেলার ছলে মায়ের গালে আলতো ছোঁয়ায় চুমু দিচ্ছে রাজ্য। আর সেই চুমু পেয়ে ভীষণ আপ্লুত পরীমণি। এমন সুন্দর মুহূর্তে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন পরীমণি ও রাজ্য।
সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই সন্তানের সঙ্গে ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন পরীমণি। আর ভক্তরাও বেশ পছন্দ করেন রাজ্য-পরীর আদরমাখা এই সুন্দর মুহূর্তগুলো।
ব্যক্তিগত কারণে শুটিং থেকে টানা দুই বছর দূরে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। তবে কয়েক দিন আগেই বিরতি ভেঙে আবারও কাজে ফিরে ‘ডোডোর গল্প’ নামের একটি নতুন সিনেমার শুটিং করেছেন তিনি। তবে শুটিং সেটেও তার সঙ্গী রাজ্য।
প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।