জুমবাংলা ডেস্ক : সীতাকুণ্ড পৌরসদরের ব্যবসায়ী ছোটন দাশ (৩৯)। তিনি তার দুই বন্ধুকে নিয়ে পার্শ্ববর্তী একটি রেস্তোরাঁয় যান দুপুরের খাবার খেতে। তারা ইলিশের অর্ডার করার কিছুক্ষণ পর তিন টুকরা ফ্রাই করা ইলিশ এনে দেয় ওয়েটার।
কিন্তু ইলিশ খাবারের পাতে নিয়ে ভাঙতে উৎকট গন্ধ বেরিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক হোটেল মালিককে জানালে তিনি তা অস্বীকার করে তিন পিস ইলিশের পুরো দাম ৭৫০ টাকাই আদায় করেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার পৌরসদরের রাজবাড়ি হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় ঘটে এই ঘটনাটি।
ভুক্তভোগী ছোটন দাশ জানান, ইলিশ ফ্রাইয়ের ব্যাপারে অভিযোগ করলে হোটেল মালিক তাদের সাথে অশোভন আচরণ করেন। তিনি এক প্রকার বাধ্য হয়ে না খেয়ে পুরো টাকা পরিশোধ করে ফিরে আসেন। তিনি আরো জানান, হোটেলটি বাইরে থেকে চাকচিক্যময় হলেও ভেতরে বাসি পচা খাবার ও নোংরা আবর্জনায় ভরা। তিনি হোটেলেটির বাসি-পচা খাবার বিক্রি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হোটেল মালিক মো. সোহেল জানান, তিনি বাজার থেকে তাজা মাছ কিনে ক্রেতাদের খাওয়ান। তা কোনো মতেই পচা হতে পারে না। তার হোটেলের দুর্নাম রটাতে ওরা এমন প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি পচা খাবার বিক্রির দায়ে গত সপ্তাহে হোটেলটিকে জরিমানা করা হয়েছিল। পচা ইলিশ দিয়ে ক্রেতাকে হয়রানি ও অতিরিক্ত দাম আদায়ের বিষয়টি তিনি জানতে পেরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।