জুমবাংলা ডেস্ক : যশোর জেলার অভয়নগর ও মণিরামপুরে সংঘটিত ৩টি হত্যা মামলার আসামি নিষিদ্ধ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য সাইফুল আলম মোল্লা ওরফে সাইফুল মেম্বারকে (৪৯)আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাঁচড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটক সাইফুল অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে। আটককালে তার কাছ থেকে একটি ভারতীয় সিমকার্ডসহ একটি মোবাইল ফোন ও বোমা তৈরির বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অন্যতম ক্যাডার সাইফুল আলম মোল্লা ওরফে সাইফুল মেম্বার চাঁচড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারিতে শ্রমিক পরিচয়ে আত্মগোপনে রয়েছে। পুলিশ ওই হ্যাচারিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক সাইফুল অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের রকিবুল ও সুব্রত হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি। এছাড়া মণিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের যুবলীগ নেতা প্রভাষক উদয় শংকর হত্যা মামলারও আসামি বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।