একাধিক ফিচার সরিয়ে নিচ্ছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কাছাকাছি অবস্থানে থাকা বন্ধুদের খুঁজে পাওয়াসহ (নিয়ারবাই ফ্রেন্ডস) বেশকিছু ফিচার মুছে দেয়ার কথা জানিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। খবর গ্যাজেটসনাউ। ৯টু৫ম্যাকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিয়ারবাই ফ্রেন্ডস ছাড়াও লোকেশনভিত্তিক ওয়েদার অ্যালার্ট ফিচারও সরিয়ে দেবে প্লাটফর্মটি। প্রতিবেদন অনুযায়ী, সার্ভার থেকে চিরতরে ফিচারগুলো মুছে দেবে ফেসবুক। তবে কেন এ সিদ্ধান্ত নেয়া … Continue reading একাধিক ফিচার সরিয়ে নিচ্ছে ফেসবুক