একবার চার্জ দিলেই দৌড়াবে টানা ১১০ কিমি, বাজার কাঁপাতে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ই-বাইক

রয়্যাল এনফিল্ডের ই-বাইক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গ্রাহকদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ‘রয়্যাল এনফিল্ড’ ইলেকট্রিক বাইক। এতোদিন পর্যন্ত অন্যান্য সকল অটোমোবাইল সংস্থাগুলি ইলেকট্রিক বাইক আনলেও এই সংস্থা আনেনি। তাইতো সকলে অপেক্ষা করছিলেন কবে তারা ইলেকট্রিক বাইক আনে।

রয়্যাল এনফিল্ডের ই-বাইক

এই বিষয়ে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ১৯৮৪ সালের বুলেট মডেলের বৈদ্যুতিক ভার্সন তৈরি করেছে তারা। যেটির নাম রাখা হয়েছে ‘গ্যাসোলিন’। যেখানে নাকি দুর্দান্ত ফিচার্স এবং ডিজাইন রয়েছে। নতুন ফুয়েল ট্যাংকের পাশাপাশি ইঞ্জিন সরিয়ে সেখানে ব্যাটারী বসানো হয়েছে। আর এই ব্যাটারীটিকে বিশেষভাবে ঢাকাও হয়েছে।

যার দ্বারা এটাই স্পষ্ট যে বাইকটি অন্যরকম ডিজাইনে আসতে চলেছে। স্পেসিফিকেশন দেখতে গেলে এতে নাকি ৫ কিলোওয়াট ক্ষমতার একটি বিএলডিসি হাব মোটর রয়েছে। এছাড়াও 72V 80Ah ব্যাটারীপ্যাক থাকবে এই বাইকে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৭ ঘন্টা। আর সম্পূর্ণ চার্জে সেটি ১০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ দেবে।

মেয়েরা এই জায়গাটিতে আসলেই ব্রা খুলে ফেলে, জানুন রহস্যময় সেই কারণ

যেখানে সর্বোচ্চ গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার। এখানেই শেষ নয় আপনি চাইলে এই বাইকে রিভার্স মোডও অন করতে পারবেন। জানা গিয়েছে এই বাইক তৈরি করতে ৩ লাখ টাকা খরচ হয়েছে। তাই এটাই স্পষ্ট যে বাইকের দামও অনেকটাই বেশি থাকবে।