একবার চার্জেই টানা ৩৫০ কিলোমিটার চলবে এই ইলেকট্রিক সাইকেল

ইলেকট্রিক সাইকেল

বিনোদন ডেস্ক : বাজারে এলো সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া ইলেকট্রিক বাইক। এই বাইক একবার ফুল চার্জ দিলে ৩৫০ কিলোমিটার পথ চলতে পারবে। ইউনোরাউ ফ্ল্যাশ নামের এই বাইকের ওজন ৪২ কেজি। ব্যাটারিচালিত এই বাইক ২০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।

ইলেকট্রিক সাইকেল

৪২ কেজি ওজনের এই ইলেকট্রিক বাইকের দাম ১৮৯৯ ডলার। এই বাইকে রয়েছে তিন ধরনের ব্যাটারি। যা ফ্রেম এবং সিটের নিচে রাখা হয়েছে।

তিনটি ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে এই ইলেকট্রিক বাইক। এর মধ্যে ফ্ল্যাশ লাইট মডেলে ৭৫০ ওয়াটের মোটর দেওয়া হয়েছে। ফ্ল্যাশ এডব্লিউডি ৭৫০ মডেলেও আছে একই ক্ষমতার মোটর। এছাড়াও ফ্ল্যাশ মডেলে আছে ১০০০ ওয়াটের বৈদ্যুতিক মোটর।

এই বাইকের আরও একটি আকর্ষণীয় সুবিধা হল এটিতে থ্রটেলের পাশাপাশি প্যাডেলিক মোডও পাওয়া যাবে। যেমন সাধারণ সাইকেলগুলোতে দেখা যায়।

নতুন এই ই-বাইকে ২৮০৮ ওয়াট আওয়ারের এলজি ব্যাটারি ব্যবহৃত হয়েছে। এই ব্যাটারি ফুল চার্জে ৩৫০ কিলোমিটার রেঞ্জ দেবে।

শুধু ইলেকট্রিক মোটরে চলাকালীন এই দুই চাকা ১৮০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। প্যাডেল মোডে মাইলেজ পাওয়া যাবে ৩৫০ কিলোমিটার।

নিমার্তা প্রতিষ্ঠান দাবি করছে বাইকটির ব্যাটারি ফুল চার্জ হতে ৩ থেকে ৪ ঘন্টা সময় নেয়। দুই জন মানুষ অনায়াসে সওয়ারি নিতে পারেন এই বাইকের। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২ কিলোমিটার।

পুরুষদের সঙ্গে ৫টি জিনিস রাখা উচিৎ

এ তো গেল বাইকের পারফরম্যান্সের কথা, ফিচার্সের ক্ষেত্রে এতে রয়েছে এলসিডি স্ক্রিন, যা স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন রাইডাররা। অ্যালমুনিয়াম ফ্রেম দিয়ে তৈরি এই বাইকে নিয়ন্ত্রণের জন্য রয়েছে হাইড্রলিক সাসপেনশনও।