বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারত-সহ অন্যান্য দেশে বর্তমানে বাইকের তুলনায় স্কুটারের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে বহুমাত্রায়। তবে স্কুটার সবদিক থেকে সুবিধাজনক হলেও, এর মূল সমস্যা হলো মাইলেজে। কারণ, বেশিরভাগ স্কুটারের ক্ষেত্রে দেখা যায় সেগুলি ফিচার্স এবং ডিজাইনের দিক দিয়ে উন্নত কিন্তু সেখানে মাইলেজ অনেক কম। তবে আর চিন্তা নেই আজ আমরা এমন কয়েকটি স্কুটারের হদিস আপনাদের দেবো যেখানে দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন।
Yamaha Fascino Hybrid 125
১২৫ সিসির এই স্কুটারে মাইলেজ পাওয়া যায় ৬৮.৭৫ কিলোমিটার প্রতি লিটার। স্কুটারটিতে সর্বোচ্চ ৮.২ পিএস শক্তি এবং ১০.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। স্কুটারটির ড্রামব্রেক ভ্যারিয়েন্টের দাম ৭৬,০০০ টাকা এবং ডিস্কব্রেক ভ্যারিয়েন্টের দাম ৮৭,৮৩০ টাকা।
Yamaha RayZR 125
১২৫ সিসি ইঞ্জিনযুক্ত এই স্কুটার প্রত্যেক লিটারে ৬৬ কিলোমিটার পথ চলে। এই স্কুটারটি মূলত ৫টি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। যেগুলোর দাম ৮০,৭৩০ টাকা থেকে ৯০,১৩০ টাকা পর্যন্ত।
Suzuki Access 125
এই স্কুটারে রয়েছে ১২৪ সিসির ইঞ্জিন, যেটি প্রত্যেক লিটারে ৬৪ কিলোমিটার মাইলেজ দেয়। এই স্কুটারটি মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে বাজারে। যেগুলোর দাম ৬৭,৬০০ টাকা থেকে ৮৭,২০০ টাকা পর্যন্ত।
TVS Jupiter
এতে রয়েছে ১১০ সিসির ইঞ্জিন যেটি ৬২ কিলোমিটার মাইলেজ দেয়। এই স্কুটারটির দাম ৭৩,২৪০ টাকা থেকে ৮৯,১০৫ টাকা পর্যন্ত।
Honda Activa 6G
এই স্কুটারে রয়েছে ১০৯.৫১ সিসি ইঞ্জিন। যেখানে সর্বোচ্চ ৭.৭৯ পিএস শক্তি এবং ৮.৮৪ এনএম টর্ক উৎপন্ন হয়। মাইলেজ পাওয়া যায় ৬০ কিলোমিটার প্রতি লিটার। দাম ৭৩,০৮৬ টাকা থেকে ৭৬,৫৮৭ টাকা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।