এখানে লুকিয়ে রয়েছে একটা ছোট্ট খরগোশ, খুঁজে দেখুন পান কি না

খরগোশ

জুমবাংলা ডেস্ক : আপনার চোখের সামনেই রয়েছে কোনও জিনিস। অথচ আপনি সেটা দেখতে পাচ্ছেন না। বারবার দেখার চেষ্টা করেও ওই জিনিসটা খুঁজে পাচ্ছেন না আপনি। ব্যাপারটা কেমন হবে, কখনও ভেবে দেখেছেন?

খরগোশ

বিভিন্ন সময় এমন ধরনের ঘটনার সাক্ষী হই আমরা। যাকে Optical Illusion বলে। অর্থাৎ কোনও জিনিস চোখের সামনেই রয়েছে। কিন্তু এমন ভাবে রয়েছে যে আপনি সেটাকে দেখতে পাচ্ছেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই একটা ছবি।

যেখানে দেখা যাচ্ছে, মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে প্রচুর গ্রে এবং হালকা ব্রাউন রঙের পাথর। দাবি করা হচ্ছে, ওই পাথরের মধ্যেই ঘাপটি মেরে বসে রয়েছে ছোট্ট একটা খরগোশ।

খরগোশ

বেশির ভাগ মানুষই খালি চোখে ওই ছোট্ট প্রাণিটাকে খুঁজে পাননি। তা তাঁদের সুবিধার্থে রইল খরগোশের খোঁজ।