বিনোদন ডেস্ক : একদল শ্রমজীবী মানুষ সূর্য ওঠার আগেই ছুটে যান হাটে। যাদের শ্রম বিক্রি করে চলে সংসার। এই হাটে কেউ আসেন বিক্রি হতে, আবার কেউ আসেন মানুষ কিনতে। যেখানে পণ্যের মতোই দরকষাকষি চলে মানুষের। শ্রমজীবী মানুষ বেচাকেনা হয় এমন অনেক হাট আছে দেশজুড়ে। সেসব মানুষের সুখ-দুঃখের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটক ‘এখানে মানুষ বিক্রি হয়’।
জুয়েল এলিনের রচনায় এটি নির্মাণ করছেন জাকিউল ইসলাম রিপন। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শামীম হাসান সরকার ও হৃদিতা হৃদি। রোববার (১২ অক্টোবর) রাজধানীর আশপাশের বস্তিতে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। চলবে আগামী আরও দু’দিন।
নির্মাতা জাকিউল ইসলাম রিপন বলেন, ‘গল্পটি শ্রমজীবী মানুষের। গল্পের নায়ক জীবিকার জন্য নিজেকে হাটে বিক্রি করে। আর নায়িকা বিক্রি করে নিজের শরীর। এতে খুব সুন্দর একটি মেসেজ আছে। গল্পটি ফুটিয়ে তুলতে আজ ভোর সাড়ে ৬টায় আমরা কাজ শুরু করেছি। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’
খলিলুর রহমান নয়নের প্রযোজনায় ‘এখানে মানুষ বিক্রি হয়’ নাটকে আরও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাগ, শাহীন মৃধা, সোহানা শারমিনসহ অনেকে। খুব শিগগিরই এটি উন্মুক্ত হবে একটি ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।