আফজল খান শিমুল : গতকাল ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে বিকেল ৩ টায় গোপন সূত্রের খবরে, ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে একটি ওয়াজ মাহফিলে বিনা অনুমতিতে ও বিনা নোটিশে বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী এসে স্টেজে বসে উস্কানি মূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল।
প্রাপ্ত সংবাদ এর ভিত্তিতে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এস.আই আবির আহমেদ ও এসআই মোঃ বাবুল মিয়া দেখেন যে, আনুমানিক ৩০০ লোকসহ ওয়াজেনি শ্রোতা পুলিশ দেখা মাত্র মাহফিলের স্টেজে থাকা বক্তা গিয়াস উদ্দিন তাহেরী স্টেজের মাইকে পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানি মূলক বক্তব্য প্রদান করে যে, আমার সকল মাহফিলে পুলিশ বাঁধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না ইত্যাদি ইত্যাদি বলে মাহফিলে উস্কানি বক্তব্য দিতে থাকে এবং একপর্যায়ে তার প্রকাশ্য হুকুমে ও নেতৃত্বে ৯-১৫ নং আসামীগন সহ অজ্ঞাতনামা আসামীরা আশপাশ থেকে হাতে লাঠিসোটা ও ইট পাটকেল নিয়া বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে পুলিশকে চারিদিক থেকে ঘেরাও করে পুলিশের সরকারি কর্তব্য কাজে বাঁধা দিয়ে পুলিশের উপর অতর্কিত ভাবে আক্রমণ করলে এসআই মোঃ বাবুল মিয়ার মাথায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তীতে থানা পুলিশের সাড়াশি অভিযানে ও তথ্য সংগ্রহ, ভিডিও ফুটেজ সংগ্রহ-বিশ্লেষন এর মাধ্যমে ০১। হানিফ মিয়া(৬০), পিতা-মৃত সোনা মিয়া, সাং-নিলাখাদ, ০২। গোলাম সামদানী প্রকাশ শিবলী(৫০), পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং-মোগড়া, ০৩। রিমন(২১), পিতা-জহির মিয়া, সাং-মোগড়া দক্ষিনপাড়া, সর্ব থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, গ্রেফতার করা হয় ।
আখাউড়া থানা পুলিশ জানায়, এ মামলার বাদি আঘাতপ্রাপ্ত এসআই মোঃ বাবুল মিয়া, মামলায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন এর নাম দিয়ে মামলা করেন।
মামলার প্রধান আসামি আত গিয়াস উদ্দিন তাহেরী।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ আদালতে সোপর্দ করা হয়।
জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার , মো: জাবেদুর রহমান ( বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ) বলেন, পুলিশের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ, দায়ি ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।