বিনোদন ডেস্ক : গত ২৫ মার্চ বিশ্বব্যাপী আট হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় খ্যাতিমান পরিচালক এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা আরআরআর। প্রথম দিনে সিনেমাটির আয় ছিল ২৫০ কোটি রুপি। ছয়দিনে সিনেমাটির বক্স অফিসে আয় ছাড়িয়েছে ৬২২ কোটি রুপি।
আরআরআরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। তামিল, হিন্দি, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে আরআরআর।
অপরদিকে আরআরআর নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট। আলিয়া এবারই প্রথম দক্ষিণের ছবিতে অভিনয় করলেন, ছবিটি মুক্তির আগে প্রচারণাও করেছেন মন লাগিয়ে। তবে বেশ ক’দিন ধরেই নেট দুনিয়ায় গুজব ছড়ালো, ‘আরআরআর’ প্রমোশনের অনেক ছবি, পোস্ট নাকি ইনস্টাগ্রাম থেকে ডিলিট করেছেন আলিয়া! প্রশ্ন উঠলো, তবে কি এই দলের সঙ্গে কাজ করে তিনি খুশি নন? সিনেমায় নিজের অবস্থান ও দৈর্ঘ্য নিয়ে মনোমালিন্য চলছে নির্মাতা রাজামৌলির সঙ্গে! এমন অসংখ্য প্রশ্নের জবাব এবার আলিয়া নিজেই দিলেন।
মৌনতা ভেঙে ৩১ মার্চ ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা, “এই কদিন ধরে নানা গুজব শুনছি, ‘আরআরআর’ সিনেমার পোস্ট ডিলিট করার পেছনে নাকি আমার ক্ষোভ এবং অপ্রত্যাশিত কোনও ঘটনা লুকিয়ে আছে! আমি আন্তরিকভাবে অনুরোধ করছি ইনস্টাগ্রামের গ্রিড দেখেই নিজেদের মনগড়া কিছু বানিয়ে নেবেন না, আমি সবসময়ই পুরনো পোস্ট ডিলিট করতে থাকি, যাতে বেশি ছবি একসঙ্গে জড়ো না হয়।’’
এখানেই শেষ নয়! আলিয়া বললেন, ‘আমি শুধু একটি কারণেই এই ঘটনা প্রসঙ্গে কথা বলছি। রাজামৌলি স্যার এবং অন্যান্যদের এত বছরের প্রচেষ্টা, পরিশ্রম যাতে বিফলে না যায়। তাদের স্বার্থে আমি কোনোরকম ভুল তথ্য মেনে নিতে নারাজ!’
‘আরআরআর’ সদস্যদের প্রতি ভালোবাসা এবং আবেগ প্রদর্শন করতেও ভুললেন না এই অভিনেত্রী। এই দলের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেন তিনি। সীতা চরিত্রটিও তার বেজায় পছন্দের। সঙ্গে পরিচালক রাজামৌলি এবং দুই সহ-অভিনেতা এন টি আর ও রামচরনের সঙ্গে কাজ করতে পেরেও খুবই খুশি তিনি। তার ভাষ্যে, ‘এদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভোলার নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।