বিনোদন ডেস্ক : কোনো প্রেম করছেন না বলে জানিয়েছেন মিসওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জেসিয়া ইসলাম। সালমান মুক্তাদিরের সাবেক প্রেমিকা তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গ তুলতেই জেসিয়া বলেন, ‘আমি এখন প্রেম করছি না, প্রেম করলে সবাই জানতো। ’ সালমান মুক্তাদির বিয়ে করে থিতু হয়েছেন। অবশ্য এ খবরের আগেই জেসিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙেন সালমান। ওই সময় সালমানের বাড়ির সামনে গিয়ে অনেক ‘সিনক্রিয়েট’করেছিলেন জেসিয়া।
সালমান এখন অতীত, সেসব ঘটনা পেছনে ফেলে সিনেমায় মনোযোগী হয়েছেন জেসিয়া। অভিনয় করেছেন ‘এমআর নাইন : ডু ওর ডাই’ সিনেমায়।
এরপরও প্রশ্ন থেকেই যায়। নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কি না প্রশ্নে মিসওয়ার্ল্ড বাংলাদেশ বলেন, ‘না আমি নতুন কোনো সম্পর্কে জড়াইনি। প্রেম করছি না আমি। প্রেম করলে সবাই জানতো। আপাতত এসব নিয়ে ভাবছি না। বিয়ের পরিকল্পনাও আপাতত নেই আমার। ’
আপাতত নিজের মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়েই কথা বলতে চান জেসিয়া। বললেন, ‘আমি এটাকে একটা সুযোগ হিসেবে নিয়েছি। আমি মনে করি এটি আমার জন্য আশীর্বাদ হয়ে আসছে। আমি চেষ্টা করবো আমার দর্শকদের মন রক্ষা করে চলার। ’
অবশ্য, প্রথম সিনেমায় দর্শকদের মন রক্ষা করতে পারেননি জেসিয়া। সিনেমা দর্শকপ্রিয়তা পায়নি। যদিও এই সিনেমার জন্য খুব খাটতে হয়েছে তাকে। মারপিট শিখতে হয়েছে, ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে আহতও হয়েছেন। কিন্তু সিনেমা সে অর্থে ব্যবসাসফল হয়নি। তবুও সিনেমাটি ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ জায়গায় রাখলেন এ নায়িকা।
জেসিয়া বলেন, ‘এই সিনেমার শুটিং করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। অনেক ঝুঁকিপূর্ণ শট দিয়েছি। আহতও হয়েছি। বলতে গেলে এম আর নাইন আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। কেননা এই সিনেমা করতে গিয়েই আমাকে অনেক নতুন কাজ শিখতে হয়েছে। নতুন টার্ম শিখেছি, শিখেছি ফাইটিং।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।